আন্তর্জাতিকআলোচিত খবরইসলাম ও জীবনসারাদেশ

ছাতকে পীর শাহ্ জমশেদ আলীর ৫৩’তম মৃত্যু বাষিক উদযাপন

ছাতকে পীর শাহ্ জমশেদ আলীর ৫৩’তম মৃত্যু বাষিক উদযাপন
বিশেষ প্রতিনিধিঃ
খ্যতিমান সুফি সাধক হযরত আফজল শাহ (রঃ) ওরফে আরমান আলীর দ্বিতীয় প্রয়াত খাদেম পীর শাহ্ জমশেদ আলীর ৫৩’তম মৃত্যু বাষিক উদযাপন, গত ৭ নভেম্বর, ২২ কার্তিক পালন করেছেন ভক্তবৃন্দরা। হযরত আফজল শাহ (রঃ) পীর শাহ্ জমশেদ আলীর মাজার প্রাঙ্গনে গত শনিবার রাতে খাদেম রাসেল আহমদের সভাপতিত্বে ও মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুফি সাধক পীর লিয়াকত আলী খাঁন,বীর মুক্তিযোদ্ধা সইফ আলী,মাষ্টার আব্দুল মালিক,হুসিয়ার আলী,গীতিকার কবি মনির উদ্দিন নুরী,জামাল উদ্দিন,মহরম আলী,সায়েক আলী,আব্দুল শহীদ,আবু মিয়া ও লাল মিয়া প্রমুখ।আলোচনা সভায় শেষে মিলাদ মাহফিল ,ও ইসলামী চামা গানের আসর অনুষ্টিত হয়। অনুষ্ঠিত অনুষ্টানে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত মুরিদান গন অংশগ্রহন করেন।এ সময় মাজারে পীর শাহ্ জমশেদ আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল শেষে ভক্তবৃন্দ ও এলাকাবাসির মধ্যে শিরনী বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!