Featuredআন্তর্জাতিকউপজেলাফিচাররাজনীতিসারাদেশ

পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রী এম. এ.মান্নান এমপির আগমন উপলক্ষে ছাতকে প্রস্তুতি

পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রী এম. এ.মান্নান এমপির আগমন উপলক্ষে ছাতকে ব‌্যাপক প্রস্তুতি

ছাতক প্রতি‌নি‌ধি,
সুনামগঞ্জের ছাতকে প‌রিকল্পনা মন্ত্রনালয় মন্ত্রী
এম এ মান্নান এম‌পির আগমন উপলক্ষে জনসভা সফলের লক্ষ্যে ছাতক উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,সেচ্ছা‌সেবকলীগ,শ্রমিক লীগ, এলাকাকা‌সি ব‌্যাপক প্রচার প্রচারনা ও আধু‌নিক মঞ্চ তৈ‌রি প্রস্তুতি চল‌ছে।
দেশ স্বাধীনতার পঞ্চান্ন বছর পর এ গ্রা‌মে একজন মন্ত্রীর আগমনতে স্বাগত জা‌নিয়ে
গো‌বিন্দগঞ্জ থে‌কে দশঘর গ্রা‌মের জনসভার মাঠ পযন্ত গেইট ও তোরন নিমান কর‌ছেন আ‌য়োজনকা‌রিরা।
মন্ত্রী এম এ মান্নান এম‌পির আগমন উপলক্ষে গোটা এলাকায় সাজ সাজ বর পোষ্টার ব‌্যানার তা‌কে স্বাগত জানা‌তে ব‌্যাপক প্রস্ত‌তি চ‌লছে গ্রাম মহল্লা মহল্লাসহ উপ‌জেলাজু‌ড়েই।

গত শুত্রুবার সকা‌লে ১০টায় গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাও ইউ‌পির লক্ষীপুর (দশঘর)সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের নতুন ভবন উ‌দ্ধোধন অনুষ্টা‌নে যোগদান কর‌বেন। এ অনুষ্টা‌নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ৫) সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
মন্ত্রীর আগমন ও নতুন ভবন উ‌দ্ধোধনী আয়োজিত জনসভায় বিদ‌্যালয়ের সভাপতিত্ব করেন ম‌্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি সা‌জিদুর রহমান।প‌রিকল্পনা মন্ত্রনালয় মন্ত্রী এম এ মান্নান এম‌পির নবনির্মিত অত্যাধুনিক নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করবেন। পরে বিদ‌্যাল‌য়ের মা‌ঠে আওয়ামীলীগ এলাকাবা‌সির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!