
শিল্প- সাহিত্যসারাদেশ
তোর দুটি চোখ যেন জাদু জানে,
তোর দুটি চোখ যেন জাদু জানে,
তোকে বারে বারে ইশারাতে কাছে টানে।
আমার মন যায় শুধু তোমার পানে
তোর দুটি চোখ যেন জাদু জানে,
মায়াবি হাসিতে তোমায় ভুবন ভোলায়,
মিষ্টি কথাতে যেন হৃদয় জুড়া্য়,
তোর চঞ্ঝল এমন শুধু কাছে টানে।
তোর দুটি চোখ যেন জাদু জানে,
আমায় হৃদয় জুড়েই তুমিও রয়েছ,
তোর বুকেতে প্রিয়া আমি রয়েছি।
তোর দুটি চোখ যেন জাদু জানে,
দুজনেই আজ জড়িয়ে প্রেমের বাঁধনে,
মন ছুটে যায়,তোমার পানে ।
তোর দুটি চোখ যেন জাদু জানে,