আলোচিত খবরউপজেলাবিভাগ ও জেলাসারাদেশ

ছাত‌কে সমাজ‌সেবক আশ্রব আলী আর নেই

ছাত‌কে সমাজ‌সেবক আশ্রব আলী আর নেই

ছাতক প্রতিনিধিঃ

হাজারো মানুষ ঈদ দি‌নে কা‌দি‌য়ে না ফেরার দে‌শে চ‌লে গে‌ছেন সমাজ‌সেবক আশ্রব আলী । গত শুত্রুবার বাদ জুমায় তার নিজ গ্রা‌মের বা‌ড়ি‌তে জানাজা নামাজ অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে ।
সে উপ‌জেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বিনোদপুর গ্রামের কৃ‌তি সন্তান । নতুন মসজিদ সংলগ্ন মাঠে তার জানাজা নামাজের পড়ান
আ‌লো‌কিত বিদ‌্যাপীট প্রাচীনতম মাদ্রাসার গোবিন্দ নগর ফজলিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল মাদানী। এর আ‌গে অনু‌ষ্টিত আ‌লোচনা সভায় বক্তব্য রাখেন বিনোদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ,অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, দশঘর রাজ্জাকীয়া মাদ্রাসার সুপার মাওলানা মোশাহিদ আলী,মাওলানা আব্দুস সোবহান,ছৈলা আফজলাবাদ ইউ‌পি চেয়ারম্যান গয়াছ আহমদ,আ`লীগ নেতা আওলাদ আলী রেজা প্রমুখ। তার জানাজা নামা‌জে অংশ গ্রহন ক‌রেন জাপার নেতা আবুল লেইজ মোহাম্মদ কাহার,ছাতক প্রেসক্লা‌বের সাধা‌রন সম্পাদক ক‌বি আ‌নোয়ার হো‌সেন র‌নি,মরমী ক‌বি আব্দুল আ‌জিজ চৌধুরীসহ নানা শ্রেনীর পেশার মানুষ অংশ গ্রহন ক‌রেন।
তার ব্যক্তি জীবনে ছি‌লেন একজন আলী এন্টার প্রাইজ না‌মে এক‌টি ঠিকাদা‌রি প্রতিষ্টা‌নে মা‌লিক।
তি‌নি উপ‌জেলার সবার কা‌ছে প‌রি‌চিত মুখ বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কাজ এবং এলাকার রাস্তা ঘাট নিমা‌নে গুরুত্বপূর্ণ অবদান রে‌খে‌ গে‌ছেন নীর‌বে । সকল শ্রেনীর মানু‌ষের কা‌ছে একজন সাদা মানুষ সদা হাস্যোজ্জল,সমাজসেবী,নৈতিক,পরোপকারী,সামাজিক,সদালাপী মানুষ ছি‌লেন। গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী হিসা‌বে প‌রি‌চিত ছি‌লেন । এ গ্রা‌মের একজন গুণী  সাদা ম‌নের মানুষটিকে হারিয়েছে সমা‌জের ব‌্যাপক ক্ষ‌তি সা‌ধিত হয়। এ গ্রা‌মের লোকজন একজন অভিবাবক হারি‌য়েছে। তার এ শুন্যতা পূরণ হবার নয়। যতদিন বেচে রাস্তা ঘাট থাকব তার রে‌খে যাওয়া স্মৃ‌তি গু‌লো গ্রামবা‌সি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!