আইন-আদালতউপজেলা

ছাতক কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার

ছাতক কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে দু’ নৈশ প্রহরীকে বেঁধে পাঁচ দোকান লুটপাটের ঘটনায় কুখ্যাত ডাকাত সরদার আরশ আলী(৩৯)কে পুলিশ গ্রেফতার করেছে।সে উপজেলার ছৈলাআফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের -মৃত মদরিছ আলীর পুত্র আরশ আলী।গত শুত্রুবার সন্ধ্যায় এসআই হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে গোবিন্দগঞ্জ নতূনবাজারে মুখোশধারী একদল ডাকাত বাজারে নিয়োজিত দু’ পাহারাদারকে বেঁধে পর-পর ৩টি জুয়েলারি দোকানসহ ৫টি দোকানের মালামাল লুট করে নেয়। ডাকাত দল বাজারের রাফি জুয়েলার্স, মিলন জুয়েলার্স, শ্রী দুুর্গা জুয়েলার্স, মেসার্স মমতা মেডিকেল হল ও আল আমিন ষ্টোরের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুটপাট করে নিয়ে যায়।এ খবর পেয়ে বুধবার সকালে সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মিলন জুয়েলার্স মালিক মিলন ধর বাদী অঞ্জাত আসামীদের বিরুদ্ধে গত বুধবার রাতে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ ঘটনার মুলহোতা আরশ আলীকে গত শুত্রুবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি চুরিসহ ৭টি মামলার পলাতক আসামী।এ ব্যাপারে ছাতক থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় সঙ্গে জড়িতদের মধ্যে মুল হোতা কে গ্রেফতার করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!