
ছাতকে বিএনপি নেতা, শিক্ষানুরাগী
ডা.আসলাম আহমদের দাফন সম্পন্ন
ষ্টাফরিপোর্টার
ছাতক উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য, দোলারবাজার ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাবেক সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, আলীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং দোলারবাজার ইউনিয়নের চেলারচর গ্রামের বাসিন্দা ডাক্তার আসলাম আহমদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বার্ধক্যজনিত রোগে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ পুত্র,৪ কণ্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেলে চেলারচর গ্রামের নিজ বাড়ীতে মরহুমের জানাজাপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও.আব্দুস সালাম আল মাদানী, ভাতগাও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা ছায়াদুজ্জামান, কৃষকদল নেতা আফরোজ মিয়া, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুজিব মালদার, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, রাজনীতিবিদ এড.রেজাউল করিম তালুকদার, ওবায়দুল হক শাহীন, নূরুল আলম, হাফিজুর রহমান, সাবেক মেম্বার আকিকুর রহমান। মরহুমের জানাজায় বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, ক্বারী আছকির আলী, আনজব আলী, মাসুক মিয়া, পীর জালাল উদ্দিন, ফারুক মিয়া, আজিজুর রহমান, হাফিজুর রহমান, রমজান আলী, মিয়ামত উল্লাহ সহ বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। মরহুমের জানাজার নামাজ পড়িয়েছেন তার পুত্র মাও. জুনেল আহমদ। এদিকে বিএনপি নেতা ডা.আসলাম আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি সৈয়দ তিতুমীর, ফারুক আহমদ, আব্দুর রহমান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, প্রবাসী কল্যান সম্পাদক শামছুর রহমান বাবুল সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। পৃথক-পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।##