
ছাতকে কৃত্রিম জলাবদ্ধতার কবলে মুক্তিযোদ্ধাসহ ২০ পরিবার
ছাতকে কৃত্রিম জলাবদ্ধতার কবলে
মুক্তিযোদ্ধাসহ ২০ পরিবার
ছাতক প্রতিনিধি,
সুনামগঞ্জের ছাতক শহরতলীর পাটিভাগ ও বারকাপন গ্রামের কয়েকটি পরিবার কৃত্রিম জলাবদ্ধতার কবলে পড়েছেন। বিদ্যুৎ
উন্নয়ন বোর্ড (পিডিবি) ছাতক উদ্যোগে পাটিভাগ ও বারকাপন গ্রামের পাশে একটি সাবস্টেশনের মাটি ভরাট করলে রাস্তার ড্রেন বন্ধ হয়ে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে বীর মুক্তিযোদ্ধা, বারকাপনের বাসিন্দা শুকুর আলীসহ দুই গ্রামের ২০-২৫টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মৌখিকভাবে বারবার বলার পরও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন।
পানি নিস্কাসনের ব্যবস্থা না করে সাবস্টেশনের মাটি ভরাটের কাজ করায় ক্ষোভ প্রকাশ করছেন দুর্ভোগের শিকার পরিববারের সদস্যরা। তারা জানিয়েছেন, পানি জমে যাওয়ায় গাছপালা নষ্ট হচ্ছে, বাড়ি
থেকে বের হতে সমস্যা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধ শুকুর আলী দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন ও রোগব্যাধির হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন। এ বিষয়ে পিডিবি ছাতক সহকারি প্রকৌশলী মাহদুদুল
হাসান জানিয়েছেন, বারকাপন এলাকায় একটি বিদ্যুতের সাবস্টেশন করার কাজ চলছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে মাটি ভরাট করেছে। মূলত তারাই জলাবদ্ধতার বিষয়টি সমাধান করার কথা। তিনি বলেন, সবার আগে লোকজনের দুর্দশার কথা চিন্তা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে পানি
নিস্কাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।##