আলোচিত খবরউপজেলাসারাদেশ

একটি মানবিক সাহায্যের আবেদন

একটি মানবিক সাহায্যের আবেদন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভুইগাঁও গ্রামের মৃত খছদ্দর আলীর ছেলে শুকুর আলী ষ্টোক করে বর্তমানে তিনি সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি। অসুস্থ শুকুর অালীর সহায় সম্পদ বলতে তার কিছুই নেই। অাছে শুধু একটি ঘর। এ ঘরটিও গ্রাম্য পঞ্চায়ের জায়গায়। পঞ্চায়েতের লোকজন যখন তখন তাদেরকে উচ্ছেদ করে দিতে পারেন। দিনমজুর শুকুর অালী ব্রেইনস্ট্রোক করে ভর্তি অাছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ঔষধ কেনার সাধ্য নেই তার পরিবারের। স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যার অভাবী সংসারের একমাত্র উপার্জনকারী শুকুর অালীর চিকিৎসার জন্য অার্থিক সহযোগিতার প্রয়োজন। তাই আসুন দেশ-বিদেশের যে যেখানে অবস্থান করছি সকলেই মিলে এ অসুস্থ অসহায় মানুষটির পাশে এতে দাড়াই সহায়তা নিয়ে। সাহায্য পাঠাতে পারেন এ পার্সোনাল বিকাশ নম্বারে (01705196042)। এটি শুকুর অালীর অাত্মীয় অাবদুন নুরের মোবাইল বিকাশ নম্বর। প্রয়োজনে যোগাযোগ করুন।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!