
ছাতক থানার নতূন ওসি সানজুর মুর্শেদ শাহীন
ছাতক থানার নতূন ওসি সানজুর মুর্শেদ শাহীন
ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার ছাতক থানার বর্তমান ওসি সানজুর মুর্শেদ শাহীন। তিনি শাল্লা থানা থেকে এখানে যোগদান করেছেন ১২ সেপ্টেম্বর। তার যোগদানের অাগ মুহুর্ত পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া পড়ে। ২০১৪-১৫ ও ১৬ সালের কয়েক মাস পর্যন্ত ছাতক থানায় এসঅাই পদে সুনামের সাথে দায়িত্ব পালন করায় ছাতকবাসী প্রিয় অফিসার হিসেবে তার কদর সর্বমহলে। দীর্ঘ ৫ বছর পর এসঅাই থেকে পদোন্নতি নিয়ে সুনামগঞ্জের শাল্লা থানায় তিনি প্রথম ওসি হিসেবে যোগদান করেন। ওসির চেয়ারে বসে তিনি ২ মাস ১০দিনে শাল্লা থানার কয়েকটি গ্রামের মানুষকে অন্যায় কার্যক্রম থেকে মুখ ফিরিয়ে অানতে সক্ষম হন। তার এসব কার্যক্রমের সচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যাদের পেশা ছিল মদ তৈরি ও বিক্রয় করা, চুরি, ডাকাতি ও ছিনতাই তাদেরকে সু-পরামর্শ দিয়ে এ অন্যায় পেশা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন ওসি সানজুর মুর্শেদ শাহীন। তার এমন মানবিক দৃষ্ঠান্ত দেখে স্বেচ্ছায় শাল্লা থানার বিভিন্ন ইউনিয়নের একাধিক মামলার অাসামীরা তার কাছে অাত্মসমর্পন করেছে এমন সচিত্র ওসির ফেসবুকে প্রকাশিত হয়েছে। ওসি সানজুর মুর্শেদ শাহীনের এমন মানবিকতায় মুগ্ধ পুলিশ ডিপার্টমেন্ট। তার মতো পুলিশ অফিসারদের মানবিক কার্যক্রমের কারণে পুলিশ প্রশাসনের উপর মানুষ খুশি। এ ধারাবাহিকতায় সমাজের অবহেলিত, লাঞ্চিত-বঞ্চিত, নির্যাতিত মানুষের পক্ষে সর্বদায় ন্যায় বিচারে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা ছাতকবাসীর।
আসসালামু আলাইকুম।প্রিয় ছাতক উপজেলাবাসী আমি আপনাদের ছাতক থানার অফিসার ইন-চার্জ হিসেবে যোগদান করলাম। আমার উপর অর্পিত দায়িত্ব সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সহিত সঠিকভাবে পালনে সকলের নিকট দোয়া ও ছাতক থানা এলাকাকে মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস, জুয়া ও নদীকে চাঁদাবাজ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।##