পারিবারিক লড়াই
ছাতকে নির্বাচনের মাঠে এক
ঘরে দুই চেয়ারম্যান প্রার্থী
ছাতক প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলার শিল্পনগরী উপজেলার
উত্তর খুরমা ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ নভেম্বর নির্বাচন। প্রার্থীর সংখ্যা বেশি হলেও প্রচার প্রচারণার মাঠ ছিলো অনেকটাই স্বাভাবিক।
তবে, বিদ্রোহী প্রার্থী মাঠে নামতেই বাধা-বিপত্তির মুখে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন বতমান চেয়ারম্যান বিল্লাল আহমদ ।
এছাড়া এ ইউনিয়নে একই ঘরে একে অপরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আলাদা আমেজ বিরাজ করছেন ইউনিয়নে।
তবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে পারিবারিক লড়াই অনেকটাই উত্তাপ ছড়িয়ে পড়েছে বলে দাবি ভোটারদের।
জানা গেছে, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিল্লাল আহমদ।
তার পরিবারের আরো একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। মোটর সাইকেল প্রতীক নিয়ে তার চাচাতো ভাই আ`লীগের বিদ্রোহী প্রাথী হয়েছেন এডভোকেট মনির উদ্দিন।
এদিকে দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছেন আনারস প্রতীক নিয়ে আ`লীগ নেতা সামছুল ইসলাম খান। একই পদে তিনজন প্রাথী নিবাচনী মাঠে ভোট যুদ্ধে লড়াই করছেন। একে অপরের বিরুদ্ধে নানা অনিয়ম দুনীতির লুটপাটের অভিযোগ তোলে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
ভোটাররা বলছেন, প্রকৃতপক্ষে লড়াইটা হচ্ছে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ ও স্বতন্ত্র প্রার্থী সামছুল ইসলাম খানের মধ্যে। তবে এক ঘরে দুই চেয়ারম্যান পদে প্রার্থী থাকায় সুবিধা স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামছুল ইসলাম খান।
আবার কেউ কেউ বলছেন, নৌকার ঘরে দুই জন প্রাথী হওয়ার কারনে ভোট কাটার কৌশল হিসেবেও পাল্টে যাবার সম্ভাবনা বেশী বলে ভোটার দাবি করছেন।
এদিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিল্লাল আহমদ দাবি তিনি সততার কারণেই দুইবার নির্বাচিত হয়েছেন। এবারেও তাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন।
তার চাচাতো ভাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মনির উদ্দিন হওয়ার কারনে নৌকার প্রতীক ভরাডুবি আশংকা রয়েছে বলে ভোটাররা দাবি করেছেন। তার ভোটের খাটিতে হানা দিচ্ছেন আ`লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মনির উদ্দিন।
তবে নির্বাচনী মাঠে প্রচারণায় নেমেই ক্ষমতাসী দলীয় প্রাথী বতমান চেয়ারম্যান বিল্লাল আহমদ ভোটারদের বাধার মুখে কোণঠাসা হয়েপড়েছে।
এব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মনির উদ্দিনের দাবি মানুষ স্বাভাবিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে। সেসঙ্গে বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর দাবিও করেছেন তিনি।
অপর দিকে আ`লীগে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামছুল ইসলাম খান জানান, ভোট সুষ্ঠ হতে হবে। বহিরাগত কোনো সন্ত্রাসী যেন এলাকায় প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে রিটার্নিং কর্মকতার। মানুষ যেন ১১ নভেম্বর কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই আমরা বিজয় সু নিশ্চিত হবে।
এদিকে ছাতক উপজেলা ১০টি ইউনিয়নের মধ্যে উত্তর খুরমা ইউনিয়নেই চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা তিন । এ ইউনিয়নে ৯ ওয়াড,ভোটকেন্দ্রের সংখ্যা ১৯টি, ভোট কক্ষ সংখ্যা ৩৮টি,পুরুষ ৬হাজার,৬শ`৯২টি ও মহিলা ৬হাজার ৩শ`৪৭টি মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯টি ভোটার ভোট দেবেন।##