
ছাতক পৌরসভা নির্বাচন- আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে লড়াই হবে
ছাতক পৌরসভা নির্বাচন-
আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে লড়াই হবে
ষ্টাফরিপোটার
ছাতক পৌরসভার নির্বাচন আসছে ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২০ডিসেম্বর। উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে মেয়র পদের জন্য দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এখানে দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেলেও এ পর্যন্ত আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেনি। তবে গত রোববার তারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থী দু’জনের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করবেন।
এদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন রাশিদা বেগম ন্যান্সি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতীদ্বন্দ্বীতা করছেন। আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র। রাশিদা বেগম ন্যান্সি ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের সহধর্মিণী। আওয়ামীলীগ-বিএনপি’র দু’প্রার্থীই পৌর শহরের বাগবাড়ী গ্রামের বাসিন্দা।
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় এখানে ভোটের লড়াই হবে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে। বোরবার বিকেল পর্যন্ত ছাতক পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০জন প্রার্থী। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।