
আলোচিত খবরউপজেলাপৌরসভাসারাদেশ
ছাতক তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
ছাতক তিন বছরের
সাজাপ্রাপ্ত আসামী আটক
ছাতক প্রতিনিধি,
ছাতকে তিন বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী হাফিজ জমির উদ্দিন খান (৫০) নামে এক প্রতারককে পুলিশ আটক করেছে। গত শনিবার গভীব রাতে দারোগা আতিকুল ইসলাম,মোহাম্মদ আলী শামীম,ও আবু মুছার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চরমহল্লা ইউপির টেটিয়ার চর বাজার প্রাঙ্গন এলাকায় থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী. হাফিজ জমির উদ্দিন খান (৫০) আটক করতে সক্ষম হয়েছে। সে উপজেলার কালারুকা ইউপির চক পাড়া (বলার পীর) গ্রামের আনসার আলী খানের পুত্র । গত শনিবার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরন করেন।