
ছাতকে ৩ কর্মকর্তার বিদায় সংবর্ধনা
ছাতকের সাব-রেজিস্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন ও পৌর সচিব সৈয়দ আবু জর গিফারীর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ ৩ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, বিদায়ী অতিথি সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, পৌরসভার সচিব আবু জর গিফারী, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ডা.সাঈদুর রহমান, ডা.তোফায়েল আহমদ সানি, ডা.কেএম শাহিন রেজা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, পৌরসভার সচিব খান মোঃ ফারাবী, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এখলাছ কোরেশী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, নবাগত খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাতক এলএসডি মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ। এসময় ছাতক সিমেন্ট কারখানার জিএম (কমার্শিয়াল) পাবেল আল মামুন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের জুলকার নাইন, কৃষি ব্যাংকের ম্যানেজার খায়রুল হাসান, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার প্রশান্ত রায়, এআরডিও প্রণব লাল দাস, সোয়েব আহমদ, আব্দুস শুকুর, রহিকুল আলম সহ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।##