
ছাতকে ২ মোটর সাইকেল চোর জনতার হাতে আটক
ছাতক প্রতিনিধি,
ছাতকে ২ মোটর সাইকেল চোর জনতার হাতে নাতে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।গত বৃস্পতিবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ মাছ বাজারে মোটর সাইকেল চোর করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে।তারা সিলেটের বিভাগের মোটর সাইকেল চোর চক্রের প্রধান নায়ক বলে পুলিশ জানিয়েছেন । দেশের বিভিন্ন জেলা থেকে একটি চক্র মোটরসাইকেল চুরি করে সিলেটের বিভিন্ন থানায় বিক্রি করছেন বলে এসব অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ার পুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র
ফয়েজ তালুকদার(৩৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার চান্দশির কাপন গ্রামের মৃত আরিফ উল্ল্যা পুত্র সুজন আহমদ মারুফ (৩৭) তবে আটককৃতরা মোটর সাইকেল চুরির সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। পুলিশ জানান, সিন্ডিকেট গঠন করে এরা কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট,হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে দামি ব্রান্ডের মোটরসাইকেল চুরি করে। ধরা না পড়ার জন্য এরা মোটরসাইকেল ইঞ্জিনের চেসিস নাম্বার পরিবর্তন করে তা সিলেটে বিক্রি করে। তারা প্রতিমাসে কমপক্ষে ৩/৪টি মোটর সাইকেল চুরি করে তা বিক্রি করে। আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে মারুফের বিরুদ্ধে ও ফয়েজ এর বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।