
ছাতকে সাব-রেজিষ্ট্রারের বিদায়ী সংবর্ধনা
ছাতকে সাব-রেজিষ্ট্রারের বিদায়ী সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি,
ছাতকে বদলীজনিত কারনে উপজেলা সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে রবিবার সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক শেডে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সমিতির সদস্য হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম ধলা মিয়া। বক্তব্য রাখেন অফিস সহকারী রফিকুল ইসলাম, প্রবীণ দলিল লেখক আব্দুল হক, সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজুল ইসলাম, ছাতক উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি সাদেক আহমদ, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস, অর্থ সম্পাদক মুহিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সদস্য বাকি বিল্লাহ, ওয়াসির মিয়া প্রমুখ। এসময় অফিসের মোহরার বাপ্পী নিলেন্দু রায়, জালাল চৌধুরী, দলিল লেখক জয়নাল আবেদীন, কাজী হাবিবুর রহমান, সৈয়দুল হক, দিলোয়ার হোসেন, আখল মিয়া শাহিন, নকল নবীশ, শাহ হিরণ মিয়া, আরিফ বিল্লাহ সহ দলিল লেখক সমিতির সদস্য, সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।