ছাতকে মসজিদের খতিব মাওলানা ছালাম মাদানী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ প্রতিনিধি,
ছাতকে সরকারি শিক্ষানীতি ও বতমান পাঠ্যপুস্তকের ভুল সংশোধনী নিয়ে বয়ান করার অপরাধে মসজিদের খতিব মাওলানা আব্দুস ছালাম আল মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন আওয়ামীলীগ নেতা। এ ঘটনায় নিয়ে গোবিন্দগঞ্জ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গত ২৭ জানুয়ারি শুক্রবার দু দফা উপজেলার গোবিন্দগঞ্জ নতুনবাজার মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদে বতমান পাঠ্যপুস্তক সংশোধনী নিয়ে আলোচনা ও বয়ান চলছে। এ বয়ান চলাকালিন সময় তার বক্তব্যের তীব্র প্রতিবাদ করায় তাকে মুসল্লিরা বসিয়ে রাখেন। পরে পবিত্র জুম্মার নামাজ শেষে পূর্ব খতিব মাওলানা আব্দুস ছালাম আল মাদানীর উপর হামলা চালানো চেষ্টা করেন কাওসার আহমদ। মসজিদের মুসল্লিরাদের ডিঙ্গিয়ে খতিবের সামনে যাবার আগেই কাওসারকে ধরে উত্তম মধ্য দেয়া হয়।পরে মসজিদ থেকে বেব করা হয় ।
সে গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপির কমিটির সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ।
এ ঘটনায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত দরাছত আলীর ছেলে কাওছার আহমদ বাদী হয়ে
গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থানায় একটি মামলা দায়ের করেন (নং-১৪) ।
মামলার আসামী করা হলো দীঘ ২৮ বছর ধরেই সিলেটেব হাজারো আলেমের উস্তাদ গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের খতিব ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খুজারপাড়া গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে ব্যবসায়ি মোখতার আলী, পাঠানের গাঁও গ্রামের মাহমুদ আলীর ছেলে মোজাহিদ, ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে ব্যবসায়ি আব্দুল মগনী এবং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের আমির আলীর ছেলে মতিউর রহমান।
মামলার উল্লেখ করেন আসামীরা সকলেই জামাতের রাজনীতির সাথে জড়িত। প্রধান আসামী মাওলানা আব্দুস ছালাম আল মাদানী জামাতের একজন বড় মাপের নেতা ও গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের খতিব। গত ২৭ জানুয়াররি শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদে সরকারি শিক্ষানীতি পাঠ্যপুস্তক নিয়ে সরকার ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে অশালীন, কুরুচীপূর্ন ও আপত্তিকর বক্তব্য দেন মাওলানা আব্দুস ছালাম আল মাদানী। এক পর্যায়ে তিনি বতমানপাঠ্যপুস্তক ভুলে দায় এ সরকার নিতে হবে।
এব্যাপারে কাওসার আহমদ জানান,জামায়াতে নেতা মাওলানা ছালাম মাদানীর নিদেশে তার উপর শিবির কমীরা হামলা চালায়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের খতিব ও গোবিন্দনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী
জানান,তার বিরুদ্ধে মিথ্যাচার তথ্য দিয়ে মামলা সাজানো হয়েছে। তিনি বতমানে পাঠ্যপুস্তকের বিভিন্ন ত্রুটি সম্পর্কে আলোচনা ও এসবের সংশোধনী নিয়ে বয়ান করেন। তিনি সরকার বিরোধী কোন বক্তব্য দেয়নি।
এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো.মাঈনুল জাকির, মাওলানা সালাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।