
আলোচিত খবরউপজেলাসারাদেশ
ছাতকে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে দূর্গোৎসব সমাপ্ত
ছাতকে প্রতীমা বিসর্জনের
মধ্যদিয়ে দূর্গোৎসব সমাপ্ত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব সমাপ্ত হয়েছে। টানা ৫দিনব্যাপী উৎসব শেষে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি বছরের ন্যায় শহরের ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে প্রতীমা বিসর্জন অনুষ্ঠান চলে। প্রতীমা বিসর্জন অনুষ্ঠান দেখতে এ বছরও চাঁদনীঘাট এলাকা ছিল উল্লেখযোগ্য লোক সমাগম।
বিগত দিনে রাত ৭ বা ৮টার দিকে প্রতীমা বিসর্জন অনুষ্ঠিত হতো। বর্তমানে বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চাদনীঘাটে প্রতীমা বিসর্জন সম্পন্ন হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর কম সংখ্যক প্রতীমা বিসর্জন করা হয়েছে। শহরের কুমনা, শিববাড়ি, ত্রি-নয়ণী, মহামায়া, চৈতন্য সংঘ, কালীবাড়ী ও মহাপ্রভুর আখড়া পূজা মন্ডপের প্রতিমা ঐতিহ্যবাহী চাঁদনীঘাটে বিসর্জন দেয়া হয়। এ বছর উপজেলার ৩৬টি মন্ডপে শারদীয় উৎসব পালিত হয়। এরমধ্য পৌর শহরে ১২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদনীঘাটে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি শেখ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান পিপিএম, নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পিযুষ ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস দাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাস, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা অজয় ঘোষসহ সাংবাদিক, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং দর্শনার্থী লোকজনও উপস্থিত ছিলেন। ##