
ছাতকে পুলিশ কৃষক সেজে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার ও লুন্ঠিত মোবাইল উদ্ধার
ছাতকে পুলিশ কৃষক সেজে আন্তঃজেলা ডাকাত
সর্দার গ্রেফতার ও লুন্ঠিত মোবাইল উদ্ধার
ছাতক প্রতিনিধি
ছাতকে পুলিশ কৃষক সেজে আন্তঃজেলা ডাকাত সর্দার রফু মিয়াকে গ্রেফতার ও লুন্ঠিত মোবাইল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকালে এসআই হাবিবুর রহমান পিপিএম ও এসআই ইয়াছিন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহর থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার রফু মিয়া(৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। সে জগন্নাথপুর উপজেলার লাউতলা গাংপাড় (নতুন বাড়ীর মৃত মাসুক মিয়া পুত্র। ছাতকে গোবিন্দগঞ্জ বাজারে স্বর্নের দোকান ডাকাতি,নারী নিযাতন মামলা সহ ১২টি মামলার পলাতক আসামী।তার কাছ থেকে লুন্ঠিতকৃত মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সিলেটের আন্তঃজেলা ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট গোলাপগঞ্জ ,বিশ্বনাথ, মৌলভবাজার,সুনামগঞ্জ সদর,দক্ষিন সুনামগঞ্জ, জগন্নথপুর এবং ছাতক থানায় সহ প্রায় এক ডজন ১২ টি নারী নিযাতন ডাকাতি সহ অস্ত্র মামলা রয়েছেন তার বিরুদ্ধে।এব্যাপারে থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন ১২টি মামলার পলাতক আসামী রফু মিয়া। ##