
ছাতকে পলাতক আসামী রাশেদ হায়দারকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ
ছাতকে পলাতক আসামী রাশেদ হায়দারকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ
ছাতক প্রতিনিধি,
সুনামগঞ্জ ছাতক থানায় ০৪টি মামলায় সাজাপ্রাপ্ত সহ ০৬টি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী রাশেদ হায়দারকে সিলেট থেকে গ্রেফতার করেছে। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ শাহিনের দিক নির্দেশনায় এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে সংঙ্গীয় এএসআই সুমন গোপ সহ সিলেট নাইয়রপোল এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে ৪(চার)টি মামলার সাজাপ্রাপ্ত সহ ০৬টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রাশেদ হায়দার (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার পৌর শহরের বাগবাড়ি গ্রামের সোনাহর আলীর পুত্র।দীর্ঘ দুই বৎসর যাবত সিলেট নাইয়র পোল এলাকা সহ বিভিন্ন এলাকায় আত্নগোপন করেছিলেন। কিন্ত শেষ রক্ষা হলো না, অবশেষে এসআই হাবিবুর রহমান পিপিএম এর হাতে গ্রেফতার হলো। আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।