ছাতকে ছিকার হাওরে নৌকার ধাক্কায় মঈনের মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানী গ্রাম সংলগ্ন ছিকা ডুবি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গত শনিবার রাতে সাড়ে ১০টায় ছিকার হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার দক্ষিন খুরমা ইউপির হাতধলানী গ্রামের মৃত মছকন্দর আলীর পুত্র মঈন উদ্দিন (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান,ডাকাই শাহ’মাজার প্রাঙ্গনে নদী থেকে নিজ জমিতে কৃষিকাজ সম্পন্ন করে মঈন উদ্দিন ছিকা হাওরে সাঁতার দিয়ে পার হয়ে বাড়িতে যাবার পথে টেটিয়ার চর গ্রামের মৃত আমজদ আলীর পুত্র আফতাব মিয়ার মালিকাধীন ইঞ্জিন চালিত নৌকা তাঁর উপর দিয়ে উঠে যায়।নৌকার ফ্যানের সাথে ধাক্কা খাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়,নৌকার মাঝি কাইল্যাচর গ্রামের রহিম মিয়া ও তার সঙ্গীরা তাকে নৌকার ফ্যান থেকে ছাড়িয়ে হাওরের রেখে পালিয়ে যায়। সন্ধ্যার থেকে নিখোঁজ মঈন উদ্দিনকে উদ্ধারের জন্য জেলেদের মাধ্যমে বেড় জাল দিয়ে ও স্থানীয় লোকজন তাকে ছোট ছোট নৌকা নিয়ে খুঁজতে থাকেন। অবশেষে রাতে সাড়ে ১০টায় জেলেরা ঘটনাস্থল থেকে বেড় জাল দিয়ে তার লাশ পানির নিচ থেকে উদ্ধার করেন। এ খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহেল রানা ও এসআই রেজাউল করিম রেজার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরন করেন।