আলোচিত খবরউপজেলাপৌরসভাবিভাগ ও জেলা

ছাতকে চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ

ছাতকে চাঁদাবাজির অভিযোগে
আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে ব্যাটারী চালিত অটোরিকশায় টোকেন দিয়ে অবৈধ চাঁদাবাজির অভিযোগে মাসুক মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের মৃত ফরজন্দ আলীর পুত্র। রোববার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে অাটক করা হয়। ওইদিন রাতেই আটককৃতকে প্রধান আসামী করে সেলিমসহ ৬জনের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-৩২) দায়ের করা হয়। মাসুক মিয়াকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গোবিন্দগঞ্জ এলাকায় ভয়-ভীতি দেখিয়ে ব্যাটারী চালিত অটোরিকশায় টোকেন দিয়ে চাঁদাবাজি চলছে, এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে থানার এসআই হাবিবুর রহমান পিপিএমর এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে মাসুক মিয়াকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ৬টি চাঁদাবাজির টোকেনসহ অবৈধ ভাবে উত্তোলনকৃত নগদ এক হাজার ৬শ’ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চাঁদাবাজরা গাঁ ঢাকা দেয়।

এ ব্যাপারে মামলার বাদী, থানার এসআই হাবিবুর রহমান পিপিএম বলেন, উদ্ধারকৃত প্রতিটি টোকেনে সেলিম নামের এক ব্যক্তির স্বাক্ষরসহ মাসের মেয়াদ ও নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ আছে। চাঁদাবাজরা প্রতিটি ব্যাটারী চালিত অটোরিকশা থেকে মাসে ৪শ’ টাকা করে আদায় করতো। থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ-পথ ও সড়ক পথে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। চাঁদাবাজদের আইনের আওতায় নিতে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত আছে।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!