ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি,দু`যুবক ও এক যুবতীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
ছাতক প্রতিনিধি,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করার অভিযোগে ছাতকে দু`যুবক এক যুবতীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে ওলামালীগের এক সদস্য ।গত রোবরার রাতে ছাতক উপজেলা ওলামালীগে গোবিন্দগঞ্জ সৈদের ইউপির গৌরনগর মালিকান্দি গ্রামের বাসিন্দা বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন।মামলায় অভিযুক্ত হলেন উপজেলার জাউয়াবাজার সাহিত্যিক পাড়া গ্রামের কদরিছ আলীর পুত্র আব্দুর রহমান,একই উপজেলার উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র সেলিম সরদার ও সিলেটের বিয়ানিবাজার উপজেলার রামদা কালিমলিক গ্রামের আছাদুর রহমান চৌধুরীর কন্যা চৌধুরী তাহমিনাকে আসামী করা হয়। বাদী মামলায় উল্লেখ করেন, গত ২০ সেপ্টেম্বর.২২,ও ২৫ জানুয়ারি..ভারতের প্রধানমন্ত্রীর ও বাংলাদেশে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে বানর বানিয়ে অপমানজনক ছবি.মার্চ,এপ্রিল পযন্ত বিভিন্ন তারিখে দেশ ও সরকারের বিরুদ্ধে তারা অনবরত উস্কানিমূলক স্ট্যাটাস,ইউটিউব ভিডিও আপলোড করেন। তাদের নিজ ফেইস বুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বানর আকৃতির তৈরি করে সামাজিক যোগাযোগে মাধ্যমে পোষ্ট করেন। এরপর আব্দুর রহমান,সেলিম সরদার ও চৌধুরী তাহমিনা রহমানের নিজ নিজ নামের ফেসবুক আইডি থেকে সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিভিন্ন পোষ্ট করে আসছে। ওই পোস্টের নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করায় এলাকায় লোকজনের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করা সহ অত্র এলাকায় বিশৃংখলা ও আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার কথা বলে এজাহারে উল্লেখ করেন।
মামলার বাদী ক্বারি আবুল বাশার জানান,দেশের সফল প্রধান মন্ত্রী জাতীরজনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাসহ মন্ত্রীদের ছবি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বিকৃত করে বানর বানিয়ে সামাজিক যোগাযোগে মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে আমি ক্ষুব্ধ হয়েছি। এজন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন
এ ‘মামলা দায়েরের পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে যাচাই-বাছাই শেষে অভিযুক্ত ব্যক্তিদেরকে শনাক্ত করা হবে। এরপর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply