সৌদি আরবে ভবন থেকে পড়ে
এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু
ছাতক প্রতিনিধি,
সৌদি আরবের জিদাদে বহুতল ভবন থেকে পড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯৯৮ সালের ভাগ্য পরিবর্তনের আশায় এক বুক স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন সুনামগঞ্জের ছাতকের হাবিবুর রহমান। তার মালিকের ভবনে গত রোবরার সকালে সৌদ্দি আরবে বহুতল বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দায়িত্বশীল ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর এ ঘটনায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গা্ওঁ ইউনিয়নের মোল্লাআতা(তালুকদার বাড়ী) গ্রামের মৃত মফজ্জুল আলীর পুত্র হাবিবুর রহমান (৪৯)। গত রোববার রাতে তার ভাতিজা মিলন আহমদসহ তার স্বজনদের মৃত্যুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘বহুতল ভবনে কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে মারা গেছেন।’তার এক ছেলে ও স্ত্রী রয়েছে। এ দিকে স্বজনরা জানিয়েছে, হাবিবুর রহমান লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা এ ব্যাপার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply