সন্ত্রাসীদের অতকিত হামলায়
৩জন আনসার সদস্য আহত
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি,
ছাতকে সিমেন্ট কারখানায় কারেন্টের তামার ক্যাবল লাইন, লোহার স্লিপার ও পানির মটর চুরি ও লুটপাটকারীদের বাধা দেয়ার ঘটনায়
সন্ত্রাসীদের হামলায় ৩জন আনসার সদস্য আহত হয়েছেন। এ হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়েই ব্যাপক জল্পনা কল্পনার ঝড় বইয়ে উঠেছে।
সন্ত্রাসীরা আনসার সদস্যেদের বাহিনীর ধাওয়া খেয়ে দেশী অস্ত্র দাড়ালো রামদা,লোহার রড,পায়ে জুতা,রেখে সিমেন্ট কারখানা এলাকায় থেকে সন্ত্রাসীরা ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
গত শনিবার গভীর রাতে ছাতক সিমেন্ট কারাখানায় ভিতরে এ ঘটনা ঘটে।
এ হামলায় আনসার সদস্যরা আহতের মধ্যে
দিপু দাস (৩২) রুপক তালুকদার (২৫) আব্দুল আলী (৩৩)কে ছাতক হাসপাতালে ভতি করা হয়েছে।
জানাযায়,তামার ক্যাবল লাইন,লোহার সিট,রেল লাইলেন স্লিপার,পানির মোটর চুরি করতে ১০/১২জনের একটি সন্ত্রাসীরা দল দেশী অস্ত্র নিয়ে সিমেন্ট কারখানার ভিতরে প্রবেশ। এসময় টহলরত আনসার সদস্যরা এ ঘটনার টের পেয়েই প্রতিরোধের চেষ্টা করলে ও সন্ত্রাসীরা ইট পাথর নিক্ষেপসহ দেশী অস্ত্র নিয়ে
টহলরত আনসার সদস্যদের উপর অতকিত হামলা চালিয়ে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করেছে।
এ হামলায় টহলরত আনসার সদস্যরা তাদের জানমাল ও সিমেন্ট কারখানার মুল্যবান ক্যাবল লাইন রক্ষা করতে সন্ত্রাসীদের উপর পাল্টা কয়েক রাউন্ট গুলি ছুড়ে দেয়। আনসার সদস্যরা বন্ধুকের গুলি ছুড়ার পর সন্ত্রাসীরা সিমেন্ট কারখানা থেকে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেছে । এ হামলার ঘটনায় প্রতিরোধ করে করতে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে আনসার সদস্যরা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘষ বাধে।
এব্যাপারে সিমেন্ট কারখানার আনসার ক্যাস্প ইনচাজ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সন্ত্রাসীদের হামলায় তিন আনসার সদস্য আহত হন।
এব্যাপারে উপজেলার আনসার ভিডিপি কমকতা আব্দুল কাদির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এক চত্রু দীঘদিন ধরে আনসার সদস্যদের মারপিট করে সিমেন্ট কোম্পানীর মালমাল চুরি হচ্ছে। এ চুরি প্রতিরোধ করতে গিয়ে আমাদের আনসার সদসস্যেদের উপর একাধিকার হামলার প্রতিনিয়ত ঘটেছে এখানে ।
এব্যাপারে ওসি মাহবুবুর রহমান জানান,
হামলা নয়, কে বা কারা টহলরত আনসার সদস্যদের উপর রাতে ইট পাথর দিয়ে নিক্ষেপ করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্তপু্বক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply