শাহ সফিকুল আলম মতি
ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের গর্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহ সফিকুল আলম মতি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তিনি ।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন শাহ সফিকুল আলম। তিনি ছাত্রজীবন থেকেই ছিলেন একজন আদর্শবান ও নীতিবান ব্যক্তি। শিক্ষকতা পেশাকে তিনি কেবল একটি পেশা নয়, বরং একটি মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। ফলে তাঁর শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, নৈতিকতা ও সমাজসেবার চেতনায়ও উদ্বুদ্ধ হয়ে থাকে।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজে দায়িত্ব গ্রহণের পর শাহ সফিকুল আলম মতি বলেন, “এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমরা এলাকার শিক্ষার মান উন্নত করতে চাই।”
তাঁর এই নিয়োগে ঘটনায় উপজেলার উত্তর খুরমা ওখুরমা দক্ষিণ ইউনিয়নসহ গোবিন্দগঞ্জ অঞ্চলের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আনন্দ ও গৌরবের সঙ্গে অভিনন্দন জানিয়েছেন।
তাকে দক্ষিণ খুরমা ইউনিয়নের সচেতন নাগরিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ জানান, মতি একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ। তাঁর নেতৃত্বে কলেজটি আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাবে। তাঁরা বলেন, গ্রামের মাটির সন্তান হয়েও তিনি নিজের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে শিক্ষা অঙ্গনে যে অবস্থান তৈরি করেছেন, তা সত্যিই গর্বের।
তিনি ছাতক উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা একযোগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন— “আমাদের প্রিয় মতি হাতে দায়িত্ব মানেই আলোর দিশা। তিনি এই এলাকার শিক্ষার মান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।”
খুরমা দক্ষিণ ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই আশা প্রকাশ করেছেন, তাঁর সুদক্ষ তত্ত্বাবধানে এই অঞ্চলের শিক্ষা আরও প্রসারিত হবে, নতুন প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। শেষে ইউনিয়নবাসীর পক্ষ থেকে বলা হয়— “আমরা শাহ সফিকুল আলম মতি উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তাঁর নেতৃত্বে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে—এই আমাদের প্রত্যাশা।”
###
Leave a Reply