ঘন ঘোর অন্ধকার দ্রবীভূত করে জ্যোৎস্না মাখা চাঁদের আবির্ভাব
মরুভূমি থেকে উঠে আসেন জাবালে নূর ও হেরা উপত্যকায়
শুচিসিক্ত এক পবিত্রতম প্রভাতের সোনালী সুষমায়।
প্রিয় মুহাম্মদ, এ ধরায় আগমনে আলোকিত হয় ভোরের আকাশ
দোজাহানের অধিপতি সাইয়েদুল মুরসালিনের সুগন্ধি সুবাস
শান্তির বার্তা নিয়ে আসেন স্বর্গীয় প্রশান্তির অমিয় ধারায়।
মহানবীর ব্যাঙ্গ চিত্র করেছে যে উন্মাদ, সেতো বেজায় হিংসুটে, বধির, অন্ধ ও মুক
আরর-আজম সবখানে সর্বাধিক আলোচিত, দেশ-দেশান্তরে নয় নীরব দর্শক
ধিক্কারে হয়েছে মুখর কোটি কোটি জনতা, আগুনে পুড়ছে ফ্রান্সের পতাকা।
মানবতার প্রাণ ফিরে আছে তার দিকে, তিনি রাহমাতুল্লিল আ‘লামিন, দুনিয়ার প্রিয় মুখ
উন্মাদের তৈরী ব্যাঙ্গ চিত্রে নয়, তার সম্মানে লেখা হয় পবিত্র কালিমা খচিত শ্লোক
বিশ্বে বর্ণবাদ বিরোধী শান্তিকামী মানুষের চেতনা, মুহাম্মদ সকলের দুরন্ত প্রেরণা।
শার্লি এব্দোর এঁকেছে ব্যঙ্গচিত্র, বাঁক স্বাধীনতার আড়ালে পাশবিকতার মহোৎসব
ইমানুয়েল ম্যাক্র ধ্বংস করেছে ফরাসী রাষ্ট্রের মূলমন্ত্র ‘মুক্তি, সাম্য ও ভ্রাতৃত্ব‘
বিষাদের বাতাস বইছে, ঝরা পাতার মত হারিয়েছে ইউরোপের মাহাত্ম।
সহনশীলতা আর ক্রোধ সংবরণে মহানবী মহত্নের অত্যুজ্জল আলোকমালায় উদ্ভাসিত
বৈষম্যহীনতায় অনুকরণীয়, সততার দৃষ্টান্তে অনুসরণীয়, সর্বোত্তম চরিত্রে অতুলনীয়
সর্বশ্রেষ্ঠ বীর বাহাদুর হয়েও দয়ার্দ্র হৃদয় ও ন্যায় পরায়ণতায় অনন্য অনুস্মারক।
জগতে আল্লাহর রহমত স্বরুপ (ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন)
নিশ্চয়ই মহান চরিত্রেও তার অনুরূপ! (ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজীম)
মানবতার মুক্তির দিশারী, প্রিয় রাসূল মুক্ত বায়ুর চেয়েও অধিক মমতা যার!
সাইয়্যিদুনা সরদারে আলম, ধুলোয় মিশে গেছে যারাই বিরোধিতা করেছিল তার
আমি আপনার মহা মর্যাদাকে সমুন্নত করেছি (ওয়া রাফাআনা লাকা যিকরাক)
স্রষ্টার প্রতিশ্রুতি ও মমতার চাদরে ঢাকা মহানবীকে কলুষিত করে, সাধ্য কার?
মুহাম্মদ ও তাঁর পরিবার পরিজনের ওপর বরকত নাজিল হোক
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদ।
মুহাম্মদ ও তাঁর পরিবার পরিজনের ওপর রহমত বর্ষিত হোক
আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদ।
Leave a Reply