ভাল্লাগে না
জালাল খান ইউসুফী
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না
মনের ঘরে মন থাকেনা যারে ডাকি সে জাগে না
ভাল্লাগেনা ভাল্লাগেনা কিচ্ছু আমার ভাল্লাগে না।
এই পৃথিবী ঘুমায় রাতে আমার শুধু ঘুম আসে না
আগের মতো স্বপ্ন গুলো মিষ্টি করে আর হাসে না
এই জীবনের আকাঙ্খা সে মানস থেকে কেন ভাগে না?
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না।
আজ কতদিন ভোর দেখি না দিন কেটে যায় রাত কাটে না
অনেকটাদিন ক্ষণের কাটা দিনেই হাঁটে রাত হাঁটে না
ঘুম ভাঙেতো ভোর থাকে না প্রভাত বেলা মন জাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না ।
যখন ভাবি ঠিক সময়ে আকাঙ্খিত সেই ফোন ডাকে না
কাছের কিবা দূরের মানুষ একটু আমার খোঁজ রাখে না
প্রণয় প্রীতির পরশ নিতে হাত বাড়িয়ে কেউ মাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না।
একলা হাওয়ার পরশ নিতে আমার অবুঝ মন মানে না
এই জীবনের আকাঙ্খাকে পাবে কিনা মন জানে না
ঘরের মাঝে মন থাকে না মনের ডাকে মন জাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না ।
আমার ব্যথায় আমিই কাঁদি আমার ব্যথায় কেউ কাঁদে না
কষ্ট ব্যথার মনের সাথে কারো হৃদয় কেউ বাঁধে না
দাগ লাগা এক মনের মাঝে নতুন যে কেউ দাগ দাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না ।
আলোর ভুবন আঁধার কেনো কেউ জানে না কেউ বুঝে না
কোন আকাশে আলোর পাখি কেউ খুঁজে না কেউ খুঁজে না
আকাঙ্খিত রোদের কিরণ শীত সকালে কার লাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না ।
মনের মানুষ মনেই থাকে মনের ব্যথা সেও বুঝে না
বুকের মাঝে এতো ব্যথার কারণটা কি তাও খুঁজে না
আমার বুকে আমার ব্যথা কারো মনে দাগ লাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না ।
জীবন বাঁচুক নয়তো মরুক কেউ জীবনের ধার ধারে না
আকাঙ্খা যে পথ্য রোগীর পথ্য দিতে কেউ পারে না
আকাঙ্খিত ঐ পথ্য পেলে কোনো পথ্য আর লাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না ।
বুকের ভেতর লুকিয়ে থাকা কষ্ট গুলো কেউ দেখে না
রঙিন খামে মিষ্টি করে সুখের কথা কেউ লেখে না
এই জীবনের জন্য রাতে কিংবা ভোরে কেউ জাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না কিচ্ছু আমার ভাল্লাগে না
Related
Leave a Reply