কমী সমাবেশে মিলন
ফ্যাসিস্ট স্বৈরশাষক শেখ হাসিনার নির্যাতন-
নিপিড়ন দেশের মানুষ রক্ষা মিলছে
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক,সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন দীর্ঘ সংগ্রাম- লড়াইয়ের পর আজ দেশবাসী ফ্যাসিস্ট স্বৈরশাষক শেখ হাসিনার নির্যাতন-নিপিড়ন থেকে রক্ষা পায়। ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরের জঞ্জাল তিনমাসে দূর করা সম্ভব নয়, কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয়।কোনো ভুল পদক্ষেপের সমালোচনা হবেই, সরকারের অদক্ষতা হিসেবে তা বিবেচিত হবে।’
অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা বসে নেই। সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল। তাই এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব। তাদের কিছু কিছু সিদ্ধান্ত জনআকঙ্খার বিপরীতে যাচ্ছে, জনগণ ভাবছে সরকার নিজেদের ভালো সিদ্ধান্তগুালো চাপিয়ে দিতে চাইছে। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা, পণ্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে আছে তা নিয়েও প্রশ্ন উঠছে।’
সুষ্ঠু ভোট আয়োজনের দাবি জানিয়ে মিলন বলেন, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সংস্কার করছে। জনগণ মনে করছে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন।’ মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে, জনগণ এটা বুঝতে পারলে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা বাড়বে বলে মনে করেন তিনি।
গত শনিবার রাতে উপজেলার নোয়ারাই ইউপির
বিএনপির উদ্দ্যোগে মৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির সহ সভাপতি মোস্তাব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কয়েছ আহমদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল হক নমু,আলতাফুর রহমান খছরু, আব্দুর রহমান, সামসুর রহমান সামছু,সামছুর রহমান বাবুল,হিফজুল বারী শিমুল,লায়েক শাহ,বাকি বিল্লাহ,হাজী সরাফত আলী, ইমতিয়াজ আলী,মোশাররফ হোসেন,নুর মিয়া মেম্বার,খায়ের উদ্দিন,শফি উদ্দিন,আব্দুল কাইয়ুম,তানিমুল ইসলাম,ফরিদ আহমদ।
অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন শফি উদ্দিন,ফখরুল ইসলাম,আব্দুল কাইয়ুম, আব্দুল করিম চন্দন,ফয়জুল আহমদ পাবেল,তারেক আহমদ,আব্দুস সালাম,রফিকুল ইসলাম,সৈয়দ মাহি, তোফায়েল খান বিপন,দিলোয়ার হোসেন ইমরান, এমরান আহমদ,আব্দুল বাকি মুহিত,এমরান হাসান,স্বাচ্ছা আবেদীন ফখর উদ্দিন,সামসুর রহমান,নুর হোসেন,শরিফ উদ্দিন মাহিব,সাহেদ ইয়াসিন,মুহিবুল ইসলাম মামুন,ফয়েজ উদ্দিন।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির উদ্দিন মেম্বার,আব্দুল আলিম, ইব্রাহিম আলী রাসেল,আব্দুল আহাদ,খলিলুর রহমান , আব্দুল কাদির,সুলতান আহমদ,খোরশেদ আলম, নুর মিয়া, তজন্মুল খান,সোনা উল্লাহ,চান মিয়া,ফখরুল আলম, আরব আলী,কামরুল হাসান কামরান,মরতুজ আলী, মাহবুব আহমদ,ইমদাদুল হক ইমন,জয়নাল আবেদীন রফিক, শাহিনুর রহমান বাবুল,তোফায়েল আহমেদ,এনামুল হক, সাইফ উদ্দিন,সাইদুল হক রাহেল মানিক মিয়া,টকাই খান, আজর আলী,মোহাম্মদ আলী,সাজিবুল ইসলাম রনি, ফরিদ উদ্দিন,বদরুল আলম,রাকিব আলী,রুহান চৌধুরী, সাজন মিয়া, সামসুল ইসলাম,আলমগীর হোসেন , লাভলু তালুকদার, কফিল উদ্দিন শাহ সোনা আলী,ইমরান আহমদ, সেলিম রানা,রুমান তালুকদার,মহি উদ্দিন,মখন মেম্বার, আশ্রব আলী,দেলোয়ার হোসেন,বিল্লাল আহমদ, ইসলাম উদ্দিন, ইউনুছ আলী,রাসেল আহমদ,নুরুল ইসলাম প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. শামীম আহমদ।##
Leave a Reply