প্রকৃতির সন্তান বানর মানব
জালাল খান ইউসুফী
কত মহারাজ কত মহাবীর ধনী জ্ঞানী গুণী কত
পৃথিবীতে এসে থাকে নাই কেউ সবাই হয়েছে গত।
কত ফেরাউন, সাদ্দাদ নিজে খোদা করেছিল দাবী
কারূনের ছিল ধনের গুদাম সহস্রাধীক চাবী।
তরকুস সেও মহারাজ ছিল মূর্তি পুজারি রাজা
রাজা নমরুদ পারেনিতো দিতে ইবরাহিমকে সাজা।
কত গর্জন করেছিল ওরা ভেবেছে তুচ্ছ সব-
বিশাল পৃথিবী এমনি হয়েছে নেই এসবের রব।
গাছ-পালা-নদী প্রকৃতির দান তার নিয়মেই ঝড়
বৃষ্টি-তুফান-সুনামী-আইলা-নার্গিস সিডর।
বানর জাতির উত্তরসূরি বাপ দাদা হনুমান
প্রকৃতি থেকেই জন্মেছে ওরা প্রকৃতির সন্তান।
বানরের জাত বিকৃত হয়েছে মানুষ হয়েছে তাই
কবর হাশর পরকাল বলে আসলে কিছুই নাই।
শূন্য বনের বাদশা শেয়াল খোদা দাবী করে নিজে
সাদ্দাদ সেও বেহেস্ত গড়ে সাহস দেখায় কি যে!
ওরে বোকা গাধা হনুমান জাতি দেখিস না মঙ্গল?
হনুমান কিবা বানর জাতির আবাস তো জঙ্গল।
মানুষের মাঝে থেকে মানুষের খাবার কেনোরে খাস
জঙ্গলে গিয়ে উলঙ্গ হয়ে করিস না কেনো বাস?
জ্ঞান খাটানোর সময় কী তোর হবে না কখনো আর
বানরের জাত বিশ্বাস নিয়ে যাবে পৃথিবীর বার?
ছেড়েদে ওসব বাজে বকাবকি মানুষের জ্ঞান খাটা
পৃথিবীর যত ইতিহাস আছে সব নথি আজ ঘাটা।
যুগে যুগে কত মহামানবেরা দেখালো সরল পথ
তাঁরা আদমের উত্তরসূরি মানুষ ছিলেন সৎ।
মাহামানবেরা যে পথে গেছেন সে পথে ফিরে আয়
ফেরাউন হয়ে ফিরিস না তুই সময় তো চলে যায়।
Leave a Reply