ধর্মপ্রতিবন্ধী নাস্তিক
জালাল খান ইউসুফী
ধর্মকে যারা বিশ্বাস করে না মানে না মহান আল্লা’
বিরুধীতা করে ধর্মের সাথে ধরে যায় শুধু পাল্লা।
বিজ্ঞান বলে চিৎকার করে দেখায় অযথা যুক্তি-
কোনো ধর্মই পারে না কখনো মানুষকে দিতে মুক্তি।
বিজ্ঞান আর বিজ্ঞান বলে জ্ঞানপাপি করে যিকির
আসলেতো ওরা খ্যাতিমান হতে করে যায় যত ফিকির।
ভগবান বলে কিছু নেই-নেই, ভগবতি কিবা ঈশ্বর
ঈশ্বরী কিবা দেব-দেবী বলো বিশ্বরী কিবা বিশ্বর।
পৃথিবীর কোনো স্রষ্টাও নেই এমনি হয়েছে সৃষ্টি
শুধু শুধু নাকি আসমান থেকে নেমে আসে মেঘ বৃষ্টি।
আকাশে চন্দ্র সূর্য উদয় দেখা যায় দিন রাত্র
নাস্তিক বলে এসব নাকি প্রকৃতির খেলা মাত্র।
কখনোই ওরা স্বীকার করে না আছে জগতের দ্রষ্টা
এমনি এমনি হয়েগেছে নেই ওদের কোনোই স্রষ্টা।
ধর্মের খোদা পরমেশ্বর পরমেশ্বরী কত্তো-
অবতার বলো নবী ও রাসুল আল্লা’ পরম সত্য।
স্রষ্টাকে ওরা স্বীকার করে না প্রভুকে করে না বিশ্বাস
আমি বলি তুই কি করে ফেলিস দুনিয়ায় তোর নিশ্বাস?
পিতা ছাড়া তোর জননীর কোলে কি করে এলিরে অন্ধ
কোথা থেকে এসে যাবিরে কোথায় চোখ দুটি হলে বন্ধ?
পৃথিবীতে এসে কতো না নাদান করেছে এ সব ধান্ধা
স্বীকার করেনি ওরা যে মহান আল্লা পাকের বান্দা।
মহানের কিবা আসে যায় বলো তোমার বানানো গল্পে
ভেবো না বান্দা আল্লা তোমাকে ছেড়ে দেবে খুব অল্পে।
ধর্মের প্রতি প্রতিবন্ধক ধর্ম বিহীন নাস্তিক-
ভন্ডামী ছেড়ে সত্যকে মেনে হয়ে যারে ভাই আস্তিক।
(ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমার গ্রাম প্রথমপাশায় প্রবেশের রাস্তার মুখে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় কামিল খানের তোলা ছবি)
Related
Leave a Reply