জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গির হোসেন
ছাতক প্রতিনিধি,
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গির হোসেন বলেছেন কোন মহল যদি ভোট কেন্দ্রে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে,তাদেরকে সর্তক করে দিয়ে বলতে চাই, তাদের পরিণতি হবে খুব ভয়াবহ। বিশৃংখলা করলে তারা কেন্দ্র থেকে প্রাণ নিয়ে বাড়ি যেতে পারবেনা। জোর করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলেই কেন্দ্র বাতিল করা হবে। ভোটের পরে দিন বিজয় মিছিল করা ও যাবে না।
১১ নভেম্বর ২য় ধাপে ছাতকে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোটাররা ভোট দিতে আসবেন নির্ভয়ে ও নির্বিঘ্নে। শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভোটাররা বাড়ি চলে যাবেন। আমরা আপনাদের নিচ্ছিদ্র নিরাপত্তা দেবো।এবারে নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসন ও পুলিশ।
গত রোববার রাতে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেলের উদ্যোগে নির্বাচনে অংশ নেয়া ৫১জন প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গির হোসেন। অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন,সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (বিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, রিটার্নিং কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, তৌফিক হোসেন খান, শফিউর রহমান, মোস্তফা আহসান হাবীব,ছাতক সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, কালারুকা ইউনিয়নের আশরাফুল আলম, উত্তর খুরমা ইউনিয়নের বিল্লাল আহমদ, এডভোটেক মনির উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়নের আব্দুল মছব্বির, আব্দুল খালিক, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় চেয়ারম্যানরা প্রার্থীতে দাবি অবাধ সুষ্ঠ নির্বাচনে সহযোগিত প্রশাসনকে কাছে। ##
Leave a Reply