ছাতক প্রতিনিধি,
ছাতক আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) উপজেলায় ১২নং ছৈলাআফজলাবাদ ইউপির ৮ নম্বার ওয়াডের একই গ্রামে মেম্বার পদে চাচা ভাতিজা লড়াই জমে উঠেছে।
চাচা হলো হাজি আনোয়ার হোসেন টিউবওয়েল মাকা প্রতীক ও ভাতিজা হচ্ছেন ফুয়াদ হাসান লিটন বল মাকা প্রতীক নিয়ে মেম্বার পদে চাচা ও ভাতিজার লড়াই করছেন মাঠে। একই ঘরে চাচা ও ভাতিজার মেম্বার পদে প্রাথী হয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বিতায় চাচা ও ভাতিজার মেম্বার পদে লড়াই করছেন তারা।
তাদের ঘরের আগুনে পুড়তে হচ্ছে। কারণ ভোটের মাঠে এবারও চাচা ও ভাতিজা এখন মুখোমুখি অবস্থানে।
এ ইউনিয়ন নির্বাচনে চাচা ভাতিজার নতুন মাত্রা যুক্ত হওয়ায় ভোটারদের মাঝে চলছে ভিন্ন আলোচনা। এই ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণার মাঠ অনেকটাই স্বাভাবিক থাকলেও চাচা ও ভাতিজার মাঠে নামতেই অনেকটাই কোণঠাসা হয়ে পড়ছেন। চাচা বিরুদ্ধে ভাতিজা বিরুদ্ধে চাচা মেম্বার পদে প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে পারিবারিক লড়াই অনেকটাই উত্তাপ ছড়িয়ে পড়েছে।
এক ঘরে দুই মেম্বার প্রার্থী এই সুযোগকে কাজে লাগিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন হাফিজুর রহমান (মকদ্দুছ )।
চাচা ও ভাতিজার ভোটযুদ্ধ নিয়ে ইউনিয়নবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।এদিকে সেই দুই ভাই-ই নির্বাচনে
জয়লাভের ব্যাপারে অনেকটা আশাবাদী।
এই ইউনিয়নে ৮ নম্বার ওয়াড়ের
চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী নিবাচনী মাঠে ভোট যুদ্ধে লড়াই করছেন।
অবাধ সুষ্টু নিবাচনে মানুষজন নির্বিঘে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই হাফিজুর রহমান বিজয় সু নিশ্চিত হবে
Leave a Reply