ছাতকে মাদ্রাসার অধ্যক্ষের
বিদায় দিনে ও কান্নায় রোল
সুনামগঞ্জ প্রতিনিধি,
ছাতকে মাদ্রাসার এক অধ্যক্ষের বিদায় শেষ
দিনে ও কান্নায় ভেঙে পড়েছেন ছাত্র ছাত্রীর থেকে অভিভাবক ও শিক্ষকবৃন্দরা ।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার আলোকিত প্রাচীনতম বিদ্যাপিট গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুস সালাম মাদানীর কর্ম জীবনের পদে দীর্ঘ ৩৫ বছরের পরিসমাপ্তি শেষ দিনে এ ঘটনা ঘটেছে।
মাদ্রাসার হাজারো ছাত্র ছাত্রীদের কান্নার রোল শিক্ষক মহলেও দেখা যায়। তার অবসর প্রাপ্ত মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুস সালাম মাদানীর পাঠদান করান।
প্রাচীনতম বিদ্যাপিট গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সত্যতা ও নিষ্টার সঙ্গে
দায়িত্ব পালন করেন প্রিন্সিপাল আল্লামা আব্দুস সালাম মাদানী।
এ উপলক্ষে মাদ্রাসার আল ফজল ছাত্র সংসদ এর উদ্দ্যোগে আল ফজল নামে একটি সাময়িকি সাহিত্য ম্যাগাজিন প্রকাশনার উৎসব ও দোয়া মাহফিল মাদ্রাসার মাঠে অনুষ্টিত হয়।
মোড়ক উদ্ধোধন করেন প্রিন্সিপাল আল্লামা আব্দুস সালাম মাদানী। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি গরীবের ডাক্তার সাব্বির আমমেদ এর সভাপিত্বে মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিঞ্জান প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান ডক্টর ইসমাইল হোসেন। বিশেষ অথিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ভাইন্স পিন্সিপাল মাওলানা আব্দুস ছোবহান,শালিস ব্যক্তিত্ব মুজিবুর রহমান,মাষ্টার আব্দুল লতিফ,কাজী মাওলানা আব্দুস সামাদ,সমসির আহমেদ প্রমুখ।
এ সভায় সকল সদস্য বক্তব্য দিতে ছাত্র ছাত্রীরা অভিবাহক শিক্ষকবৃন্দ কান্নায় ভেঙে পড়েন । অবসর প্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা আব্দুস সালাম মাদানী বলেন তাকে ছাত্র ছাত্রীরা ও এলাকার মানুষ কত ভালোবাসি তা আজ জানলাম ।
Leave a Reply