ছাতকে প্রথমবারেরমতো মিনি ম্যারাথন অনুষ্টিত
বিশেষ প্রতিনিধি,
সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানার্স অফ ছাতক কর্তৃক আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের ভূইগাঁও পয়েন্টে এর অানুষ্ঠানিক ভাবে শুরু হয়। এখান থেকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্ট পর্যন্ত সাড়ে ৭কিলোমিটার ছিল মিনি ম্যারাথনের সীমাবদ্ধতা। এতে অংশ নেয় ঢাকা, নরসিংদী, বরিশাল, খুলনা, মৌলভীবাজার, সিলেট সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ১শ’২০ জন রানার। ম্যারাথনে ১ম স্থান অর্জন করেন মৌলভীবাজারের আশরাফুল আলম কাশেম, ২য় স্থানে নরসিংদীর সাব্বির ভূইঁয়া, ৩য় স্থানে শ্রীমঙ্গলের মনসুর আহমদ, ৪র্থ স্থানে মৌলভীবাজারের পারভেজ ও ৫ম স্থান অর্জন করেন মৌলভীবাজারের জাফর আহমদ জয়।
এছাড়া সকল ফিনিশারকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, জয়নাল আবেদীন, আবু বক্কর সিদ্দিক, মুহিবুর রহমান মুহিব, সালিক মিয়া, মজিদ মিয়া, রহিদ আলীসহ ভূইগাঁও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। এটির স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী রুহুল অামীন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল।
Leave a Reply