কোম্পানীগঞ্জের ধলাই নদীতে
টাস্কফোর্সের অভিযান
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে সাদাপাথর চুরি ও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের এক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৩৬ টি কাঠের নৌকা ও ৫’শ ফুট পাথর জব্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), পুলিশ ও বিজিবি সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন থেকে সাদাপাথর ও রোপওয়ের বাংকার থেকে কাঠের নৌকা দিয়ে পাথর লুটপাট করা হচ্ছে। প্রশাসন, পুলিশ ও বিজিবি বাঁধা দিলেও পাথর লুটপাট বন্ধ করা যাচ্ছে না। পুলিশ ও বিজিবি প্রায়ই অভিযান দিয়ে রাস্তা থেকে পাথর বোঝাই গাড়ি আটক করেও তাদের থামাতে পারছেনা। এ ছাড়া বিজিবি নিয়মিত অভিযান দিয়ে ধলাই নদী থেকে পাথর চুরিতে ব্যবহৃত নৌকা আটক করছে। বিজিবি সূত্রে জানা যায়,রবিবার দিবাগত-রাতে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)এর অধীনস্থ কালা -সাদক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৪৯/এমপি হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদী এলাকায় বিজিবির আহবানে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত নৌকা এবং পাথর ইউনিয়ন পরিষদের এ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।##
Leave a Reply