আলোচিত খবরউপজেলাবিভাগ ও জেলাসারাদেশ

লতিফি হ্যান্ডস’ নামের একটি মানবিক সংস্থা ছাতকে তিনটি নতুন ঘর পেল অসহায় পরিবার

লতিফি হ্যান্ডস’ নামের একটি মানবিক সংস্থা
ছাতকে তিনটি নতুন ঘর পেল অসহায় পরিবার

ছাতক প্রতিনিধি,
সুনামগঞ্জের ছাতকে একদিনে অসহায় তিন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ‘লতিফি হ্যান্ডস’ নামের একটি মানবিক সংস্থা।নতুন ঘর পেয়েই অসহায় তিনটি পরিবার মহা খুশি হয়েছেন। শুত্রæবার সকালে নির্মাণ কাজ শেষে তিন পরিবারের কাছে তাদের নতুন ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। এ মানবিক সংস্থাটি বৃহত্তর সিলেট জুড়ে এক অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছে। প্রচারবিমুখ এ সংস্থার কার্যক্রমে উপকারভোগিরা সন্তোষ্ট। সেবা পেয়ে যাচ্ছে সমাজের গরিব-অসহায়, এতিম, হতদরিদ্র হাজার হাজার পরিবার। যার ব্যবস্থাপনায় রয়েছে শামছুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ছাহেব কিবলা ফুলতলী (রহ:) এঁর বড় ছাহেব জাদা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
জানা যায়, গত ১০ ডিসেম্বর সন্ধ্যার আগ মুহুর্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাউর গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র সিরাজ উদ্দিন, ফয়জুল ইসলাম ও শামসুদ্দিনের তিনিটি টিনসেডের বসতঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাঁই হয়ে যায়। পরিবারের সদস্যরা পড়নের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই উদ্ধার করতে পারেন নি। নগদ টাকা, দলিলাদি, মূল্যবান কাগজপত্র, ধান-চালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে এ তিন কৃষক পরিবারের। অগ্নিকান্ডে তাদের জমানো সম্পদ নিমিষেই শেষ হয়ে গেল। শীতের মধ্যে পরিবারের সদস্যরা ক’য়দিন খোলা আকাশের নীচে সীমাহীন দু:খ কষ্টে বসবাস করে আসছে। তাৎক্ষনিক উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হলেও বসবাসের জন্য তাদের গৃহ নির্মাণে এগিয়ে আসেন নি কেউ। এ খবর পেয়ে তিনটি পরিবারের ২৩জন সদস্যদের জন্য খাদ্য সামগ্রী, শীত বস্ত্র, নতূন কাপড়, জুতা, আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল এবং নগদ অর্থ নিয়ে ১৫ ডিসেম্বর দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দেখতে ছুটে আসে শামছুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ছাহেব কিবলা ফুলতলী (রহ:) এঁর সুযোগ্য বড় ছাহেব জাদা, লতিফি হ্যান্ডস এর ব্যাপস্থাপক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। এসময় তিনি লতিফি হ্যান্ডস নামের সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে একত্রে তিনটি নতুন ঘর নির্মাণের কথা ব্যক্ত করেন। এসময় সাথে ছিলেন তাঁরই সুযোগ্য সন্তান, লতিফি হ্যান্ডস এর সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী।
তার কথা অনুযায়ী পর দিন বুধবার (১৬ ডিসেম্বর) সকালে গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে পাঠানো হয় মিস্ত্রিদের। শুরু হয় নতুন ঘর নির্মাণ কাজ। ১২জন মিস্ত্রি ও স্বেচ্ছাসেবীদের শ্রমের বিনিময়ে টানা ১৪ ঘন্টা শেষে নির্মিত হয় তিনটি গৃহ। গত শুত্রæবার সকালে ৮০ ফুট লম্বা টিনসেডের গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেয়া হয় সিরাজ উদ্দিন, ফয়জুল ইসলাম ও শামসুদ্দিনকে।এ নতুন ঘর পেয়ে তিনটি পরিবার মহা মুখি হয়েছে। এতে অসহায় এসব পরিবারের সদস্যদের মাথা রাখার জায়গা হলো। ফুলতলী পীর সাহেব কর্তৃক একদিনে অসহায়দেরকে গৃহ নির্মাণ করে দেয়ার এমন সংবাদে এলাকার লোকজন গৃহটি দেখতে ভিড় করছেন শ’শ’মানুষ ওই বাড়িতে। আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:) সারা জীবন পবিত্র কোরআন ও হাদিসের আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। পিতার দেখানো পথ ধরেই মানবসেবায় প্রথম থেকেই নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন তাঁরই বড় ছাহেব জাদা, লতিফি হ্যান্ডেস এর ব্যাপস্থাপক, বর্তমান পীর আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। এ সংস্থার মাধ্যমে অসহায় মানুষের বসতঘর, মসজিদ নির্মাণ, টিউবওয়েল স্থাপন, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, খতনা ক্যাম্প, শ্রমিকদের বিনামূল্যে রিকশা ও ঠেলাগাড়ি বিতরণ, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, প্রতিবন্ধি ভাতা ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। একদিনের মধ্যে নতূনঘর গৃহ পেয়ে ২৩ সদস্যের পরিবারগুলোর সদস্যরা দারুন খুশি। তারা বলেন, ছাহেব নতুন ঘর নির্মাণ করে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র, নতূন জামা-কাপড়, ৬টি চৌকি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল দিয়েছেন। এছাড়াও গ্রামের লোকজন তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!