
মরহুম হাজী ইছহাক আলী ছিলেন একজন সাদা মনের মানুষ ———–মুহিবুর রহমান মানিক
মরহুম হাজী ইছহাক আলী ছিলেন একজন সাদা মনের মানুষ
———–মুহিবুর রহমান মানিক
ছাতক প্রতিনিধি
ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন মরহুম হাজী ইছহাক আলী ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি ছিলেন একজন আলোকিত মানুষ। তার স্বপ্ন ছিল এ প্রতিষ্ঠানটিকে মহিলা কলেজে উন্নীত করা। তিনি এলাকার অনেক গুলো প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তার অভাব পূরন হবার নয়। এলাকার উন্নয়নের প্রতি তার ঘাটতি ছিল না। তিনি আরো বলেন এ অঞ্চলে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করেছে আওয়ামীলীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর এগিয়ে যাবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের দাতা সদস্য মরহুম হাজী ইছহাক আলী স্মরনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সামসুল ইসলাম, ফখর উদ্দিন আহমদ স্বপন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল হাসান, মরহুমের ছেলে আলী আকবর সায়মন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন, বিদ্যালয়ের শিক্ষক আছহাব উদ্দিন, এসময় সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, আ,লীগ নেতা আফজল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী লুলূ মিয়া, লিটন ঘোষ, ছালিক মিয়া চৌধুরী রোখন, ইউপি সদস্য সুনু মিয়া, হাজী আতিক মিয়া, হাজী ফারুক আহমদ, আলী আজগর সোহাগ, দোলাল মিয়া, বাবুল রায়, শিক্ষক আনিসুর রহমান, বাবর আহমদ, বুরহান উদ্দিন প্রমূখ। সভা শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওত করেন বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক মাওলানা ফিরোজ আলী ও সভা শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গিয়াস উদ্দিন।