আইন-আদালত

বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও লুটপাট: নারীসহ একই পরিবারের আহত ৩

বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও লুটপাট:
নারীসহ একই পরিবারের আহত ৩

বিশ্বনাথ প্রতিনিধি,
সিলেটের বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারীসহ একই পরিবারের ৩সদস্য অাহত হয়েছে। গুরুতর অাহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৯টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে।
জানা যায়, রোববার রাত ৯টার দিকে আকস্মিক ভাবে উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের কাজী অাবদুল মতিনের ঘরে প্রবেশ করে তারই ভাগনা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আলী গংরা। আশরাফ আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওয়ালী গ্রামের আরশ আলীর ছেলে। ঘরে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে তারই মামা কাজী আবদুল মতিন (৬২), মামি ছাবিহা বেগম (৫৬) ও মামাতো ভাই কলেজ ছাত্র মিজানুর রহমান মাহফুজ (২০)’র উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করে। হামলাকারীরা আলমিরা ভাংচুর করে দুই ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১লাখ ২০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্র ও কাপড় ছোপড় ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে অাহতের পরিবার জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!