
শিল্প- সাহিত্য
জীবন মরনে আশ্রয় চাই চরনে
জীবন মরনে আশ্রয় চাই চরনে
রাখিয় স্বরণে দয়া মায়ায়
তুমি ছাড়া আমি যাব কোথায়।।
দুশমনের নীতি সে করিবে ক্ষতি
বিশ্বের অধিপতি রাখ কৃপায়
সয়ালের দয়াল আমি তর কাঙ্গাল
রাহমান রহিম আছি আশায়
তুমি ছাড়া আমি যাব কোথায়।।
মাটির এ কায়া তুমি দিয়াছ মায়া
বুঝেনা হীয়া ভুলে যায়,
করলে যত ক্ষতি দুষ্ট লান্নতি
তুমি পরি রাখ দয়ায়
তুমি ছাড়া আমি যাব কোথায়।।