দূর্নীতিপৌরসভা

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশীট দাখিল

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশীট দাখিল

ষ্টাফরিপোর্টার,
ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সমন্বিত জেলা কার্যালয় সিলেট। গত সোমবার (৩১ আগস্ট) ১জন ডিলার ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ৪জন কর্মকর্তার বিরুদ্ধে ১,৬০,৯৫,০০০/- টাকা আত্মসাতের অভিযোগে আদালতে এ চার্জশীট দাখিল করা হয়। দুদক, সজেকা, সিলেট অফিস সূত্রে জানা যায়, ২.০ কোটি টাকার ভূয়া ব্যাংক গ্যারান্টি দিয়ে ডিলার মোঃ রুবেল মিয়া ও ছাতক ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক নেপাল কৃষ্ণ হাওলাদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমীন, উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারী ও উপ-প্রধান হিসাব রক্ষক মোঃ সিরাজুল ইসলামসহ ৫ জনের পারস্পরিক যোগসাজশে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ২১৭৫ মেট্রিক টন সিমেন্ট যার মূল্য ১,৬০,৯৫,০০০/- টাকা আত্নসাৎ করার অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, ১,৬০, ৯৫,০০০/- টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত ছাতক থানায় মামলা নম্বর- ১৭/২০১৮ এর তদন্ত শেষে এ চার্জশীট দাখিল করে দুদক সজেকা সিলেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!