
আলোচিত খবরবিভাগ ও জেলাসারাদেশ
ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন
ছাতক রিপোটার্স ইউনিটির
আহবায়ক কমিটি গঠন
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে কমিটি গঠনের লক্ষ্যে ছাতক পৌরশহরের রোকেয়া ম্যানশনস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারকে আহবায়ক ও শাহ মোহাম্মদ আখতারুজ্জামানকে সদস্য সচিব করে ১৯সদস্য বিশিষ্ট ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত আহবায়ক কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হিরন, কাজি রেজাউল করিম রেজা, আতিকুর রহমান মাহমুদ ও মাহমুদ আলম, যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম। সদস্য আনোয়ার হোসেন রনি, মাওলানা জুনাইদ আহমদ, কামরুল হাসান সবুজ, সাকির আমীন, নুর উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোশাহিদ আলী, তমাল পোদ্দার, নাজমুল ইসলাম, সদরুল আমীন, হেলাল আহমদ ও আরিফুর রহমান মানিক।