
ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজনু জেল হাজতে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক: সুনামগঞ্জের ছাতকে একটি সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় হাজিরা
দিতে গেলে আবদুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার
বিকালে সুনামগঞ্জের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আবদুল ওয়াহিদ
মজনুসহ মামলার ৩ জন আসামি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট
মোহাম্মদ বেলাল আহমদ জামিন না মঞ্জুর করে আবদুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে
প্রেরনের নির্দেশ দেন। এবং অপর ২জনের জামিন মঞ্জুর করেন। মজনু পৌরশহরের
তাতিকোনা এলাকার মৃত আবদুর রাজ্জাকের পুত্র ও ছাতক পৌরসভার
প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জুন তাতিকোনা এলাকায় আবদুল ওয়াহিদ
মজনু ও আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় ছাতক থানায়
পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়।
প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়ের করা মামলায় (নং-২৬/১৬৫) এজাহার ভুক্ত ২ নং
আসামি আবদুল ওয়াহিদ মজনু। ওই মামলায় সুনামগঞ্জের চীপ জুডিশিয়াল
ম্যাজিষ্ট্রেট আদালতে সোমবার হাজির হয়ে আবদুল ওয়াহিদ মজনু জামিন
প্রার্থনা করেন। আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের
নির্দেশ দেন।