
ছাতকে ৫০ লাখ জায়গা দখল নিয়ে
পাল্টা-পাল্টি মামলা,আটক ৩
ছাতক প্রতিনিধি,
ছাতকে মারপিট ও জায়গা দোকান ঘর দখলের ঘটনায় দুইপক্ষের মধ্যে থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করেছে। এ ঘটনায় এহিয়ার দায়েরকৃত মামলার ৩ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ভুমি অফিসের ভলিয়ম জালিয়াতির অভিযোগ উঠে লন্ডন প্রবাসি জাহানারা বেগমের বিরুদ্ধে। দু’পক্ষের পাল্টা পাল্টি মামলা দায়ের ঘটনাকে কেন্দ্র করে উপজেলাজুড়েই ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ছাতক পৌর শহরের দক্ষিণ মন্ডলীভোগ এলাকার মন্ডলী ভোগ মৌজার জেএল নং-২১৭ এসএ খতিয়ান নং-৭৬ ও দাগ নং-৪৭৪ এর ২০ শতক ভূমির উপর একতলা বাসা এবং পাশে দোকান কোঠা রয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ এলাকার গোয়ালখুরী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৃত শানুর মিয়ার স্ত্রী। এ জাহানারা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বৌলা এলাকার বদরুল আলম পক্ষের সাথে জাহানারা বেগমের বিরোধ চলে আসছে। প্রায় ৪মাস আগে জাহানারা বেগম মারা যান।তাকে দাফন করে ছৈলা-আফজলাবাদ ইউপির লাকেশ্বর গ্রামে। স্থানীয় ভাবে বেশ কয়েকবার বৈঠক করেও স্থানীয়রা বিষয়টি নিরসন করতে পারেনি। ফলে বদরুল আলম আদালতের আশ্রয় নেয়। হাই কোর্টে থেকে বদরুল আলম মামলার রায় পেয়েছেন। এ রায় পাওয়া পর হঠাৎ করেই মৃত জাহানারা বেগমের বড় বোন সুবেরা খাতুন গত মাসে বহিরাগত কয়েক জন লোকজন নিয়ে বদরুল আলমের জায়গা দখল করে বাঁশের খুটি পুঁতে ঘর নির্মান শুরু করে। এসময় বদরুল আলম ও তার লোকজন বাধা দেয়। গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে জাহানারা জায়গা দখলে নেয়ার জন্য বাসার দেয়াল ভাং চুর শুরু করেছে। এসময় তাদের বাঁধা দিতে এসে কেয়ারটেকার আবদুল আহাদ ও সমুজ মিয়া নামের দু’জন কে মারপিট করে আহত করা হয়। এ ঘটনায় মৃত জাহানারা বেগমের আত্মীয়, উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের কমর আলীর পুত্র মো. এহিয়া বাদি হয়ে গত বৃস্পতিবার (১০ সেপ্টেম্বর) বৌলা গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে বদরুল আলমকে আসামি করে ১৪জনের বিরুদ্ধে থানায় একটি মামলা (নং-১২) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে থানা পুলিশ ফয়ছল আহমদ, মঈনুল মিয়া ও রহিম হোসেন নামের ৩জন আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন। এদিকে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করার পর ওইদিন তারা জামিনে মুক্তি পায়। এ বিষয়টি আপোষে নিস্পত্তির জন্য গত বৃহস্পতিবার রাতে মন্ডলীভোগ ছোরাবনগর এলাকায় গেলে বদরুল আলম ও তার পক্ষের লোকজনের হামলায় আহত হন কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক, আশিক আলী ও সিএনজি অটো-রিকশা চালক রুয়েল মিয়াকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে থানার এসআই ইয়াছিন মিয়া মুন্সির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর আলম, বাইরুল ও রুহুল আমীন নামের ৩জনকে আটক করে গত শুত্রæবার বিকালে জেল-হাজতে প্রেরণ করেছে। এব্যাপরে এসআই ইয়াছিন মিয়া মুন্সি তিনজনকে আটকের বিষয়টি সত্যতা ণিশ্চিত করেন বদরুল আলম এ হামলার ঘটনাটি অভিযোগ অস্বীকার করে বলেন, এ জমি তার দখলকৃত এবং হাইকোর্টের রায় প্রাপ্ত। গত বৃস্পতিবার গভীর রাতে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হকের নেতৃত্বে দেশীও অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে। এব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান আহত নজরুল হক বলেন, তাদের কাছে বিষয়টি নিস্পত্তির জন্য গিয়েছিলেন হামলা বা বাসা-জমি দখল করতে নয়। সিএনজি অটোরিকশা থেকে নামার পর বদরুল আলমসহ তার পক্ষের লোকজন অতর্কিতভাবে হামলা করে তাদেরকে গুরুতর আহত করেছে। গত শনিবার বিকালে ইয়াহিয়াকে আসামী করে আলতার আলী বাদী হয়ে থানায় অপর একটি অভিযোগ দায়ের করা হয়। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফাা কামাল বলেন, এ হামলার ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। ।#