আইন-আদালতআলোচিত খবরউপজেলাসারাদেশ

ছাতকে সন্ত্রাসী হামলায় আহত সানির মৃত্যু, আটক ১

দেশ বি‌দে‌শে সামা‌জিক গনমাধ‌্যমে প্রতিবাদের ঝড়
ছাতকে সন্ত্রাসী হামলায় আহত সানির মৃত্যু, আটক ১

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি,
ছাতকে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই ক‌রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সন্ত্রাসী হামলায় আহত সানি সরকার (২৫)। গত রোববার বিকা‌লে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢেলে পড়েছেন।
সানি সরকার পৌর শহ‌রের মন্ডলীভোগ এলাকার কাজল সরকারের একমাত্র পুত্র। সে বিকাশ কোম্পানীর একজন সেলস ম‌্যানজার হিসা‌বে কাজ ক‌রে আস‌ছে।এ হত্যাকাণ্ডের ঘটনায় ‌দেশ বি‌দে‌শে প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হত্যার বিচার চায়।

গত ২৮ এ‌প্রিল সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ের রাস্তায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তার উপর মধ‌্যযুগী কায়দায় হামলা চালায়। সুয়েব আহমদসহ ও তার সহযোগিরা।

হামলায় গুরুতর আহত সানি সরকারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে। ‌সে হাসপাতালে ৪দিন লাইফ সাপোর্টে ছিলো থে‌কে রোববার বিকা‌লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু‌্য বরন ক‌রেন।
এ হামলার ঘটনায় গত ২৯ এ‌প্রিল কাজল সরকার বাদী হয়ে ৮জনের না‌মে থানায় একটি মামলা দায়ের করনে। পুলিশ এ ঘটনার জ‌ড়িত থাকা অ‌ভি‌যো‌গে নাঈম আহমদ (২২) নামের একজনকে আটক করেছে পু‌লিশ।

সানি হত্যার বিচার চেয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‌্যাপক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ হত্যা কাণ্ডের প্রতিবাদ ক‌রে‌ছেন।

সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন এ ঘটনাটি নিশ্চিত ক‌রে ব‌লেন সুয়েবসহ হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!