আলোচিত খবর

ছাতকে যুবলীগের নেতাকে পিটিয়ে হত্যা: আটক ২

ছাতকে যুবলীগের নেতাকে পিটিয়ে হত্যা: আটক ২

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে যুবলীগের এক নেতাকে আবুল কালাম আজাদ (২৭) নামের এক যুবকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । সোমবার বেলা দুইটার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।সে স্থানীয় ইউপি শাখার যুবলীগের নেতা ।

জানা যায়, পীরপুর উত্তর পাড়া গ্রামের সউদি আরব প্রবাসী রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম (১২) বাড়ির আঙ্গিনায় বাইসাইকেল চালাচ্ছিল। এক পর্যায়ে সাইকেল নিয়ে সে পাশের বাড়ির আঙ্গিনায় গেলে মৃত জমসিদ আলীর ছেলে নুর আলী শিশুটিকে মারধর করে। এ খবর পেয়ে ফাহিমের চাচা মৃত ছমির আলীর ছেলে আবুল কালাম আজাদ পীরপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায় নূর আলী ও তার সহোদররা। মৃত মখলিছ আলীর ছেলে আনোয়ারের ঘরে নিয়ে তাকে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন বলে এলাকাবাসি অভিযোগ করেন। পরে স্বজনরা আনোয়ারের ঘর থেকে আজাদকে জীবিত মনে করে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আবুল কালাম আজাদ মারা গেছে এমন খবরে হামলাকারীরা গা ঢাকা দেয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে গ্রাম থেকে মৃত জমসিদ আলীর ছেলে নূর আলী ও ধারণ এলাকা থেকে মৃত মদরিছ আলীর ছেলে শাহ আলমকে আটক করে পুলিশে হাতে তোলে দেন।

এ ঘটনার খবর পেয়ে ছাতক সার্কেল বিল্লাল হোসেন, থানার ওসি মোস্তফা কামাল, ওসি (অপারেশন) মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, থানার এস আই হাবিবুর রহমান পিপিএম, এসআই সৈয়দ আবদুল মান্নান, এসআই শামীম আকঞ্জিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শ করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

নিহতের মা রুপিয়া বেগম, ভাই জামাল আহমদ ও নিজাম উদ্দিন, ভাবি ফারুল আক্তার অভিযোগ করে বলেন, পরিকল্পিত ভাবে আবুল কালাম আজাদকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঘরে আটক রেখে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা এ হত্যা কান্ডের সাথে জড়িত শাহ আলম ও নূর আলী, আনোয়ার, আবুল, কবির, সিরাজ, মোহাম্মদ আলী, রেশমিনা বেগমসহ সকলের দৃষ্ঠান্তমৃুলক শাস্তির দাবী জানান। দু’জনকে আটকের কথা স্বীকার করে থানার ওসি মোস্তফা কামাল বলেন, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!