
ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিবাদ সভা ও মানববন্ধন
ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিবাদ সভা ও মানববন্ধন
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে চট্রগ্রাম প্রেসক্লাবে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে দলীয় পদ ও সংসদ সদস্য পদ হতে অপসারন এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে গতকাল সোমবার সকালে শহরের শহিদ মিনারের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ূন কবির রুবেলের পরিচালনায় ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার গোলাম মোস্তাফা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, মুক্তিযোদ্ধা সন্তান মাসুদ রানা, শহিদুল ইসলাম সাহাব উদ্দিন, শাহ আলম বাছিত, খছরু মিয়া, সুহেল আহমদ। এসময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহজাহান, হেকিম আলী, আব্দুর রহিম, আয়াজ আলী, ইউসুফ আলী, হাছন আলী, ওয়াব আলী প্রমুখ। সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলা প্রতিবাদে জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে দলীয় পদ ও সংসদ সদস্য পদ হতে অপসারন এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়াও ছাতকের গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধা চত্তর নামকরন দাবী করেন।