বন্যা পরিস্থিতিসারাদেশ

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো শ্রমিকরা

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা
স্বেচ্ছাশ্রমে সংস্কার করলো শ্রমিকরা

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে তিন দফা বন্যায় উত্তর খুরমা ইউনিয়নের মানঞ্জিহারা-আলমপুর সড়ক বেহাল হয়ে পড়েছে। প্রথম দফা বন্যায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে সংস্কারের মাধ্যমে যান চলাচলের উপযোগী করে তুললেও তা বেশিদিন গড়ায়নি। পরবর্তীতে এক সপ্তাহ ব্যবধানে আরও দু’দফা বন্যায় আবারও সড়কের বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত এ সড়ক দিয়ে যানবাহনসহ সবধরনের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চলাচলের অনুপযোগী এ সড়ক সংস্কারে পুনরায় উদ্যোগ নিয়েছেন সি.এন.জি. মালিক শ্রমিক। গত দু’দিন ধরে সড়কটি সংস্কারে স্থানীয় সি.এন.জি. মালিক শ্রমিক ও শ্রমিকরা স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজে অংশ নিয়েছেন। মাঞ্জিহারা, আলমপুর, তেরাপুর, ঘিলাছড়া, হায়াতপুর, দারগাওসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েন। এসব এলাকার মানুষ উপজেলার গোবিন্দগঞ্জর সঙ্গে যোগাযোগ রক্ষায় ভাংঙ্গা রাস্তা মেরামত করছেন। সংস্কার কাজে গতকাল পরিদর্শন করেন, সুনামগঞ্জ জেলা সি,এন,জি চালিত অটোরিক্সা, শ্রমিক ইউনিয়ন ১৬৯৩-৯৩ এর সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সংগঠনের কার্যকরী কমিটির মেম্বার খছরু মিয়া, সাবেক মেম্বার সুহেল আহমদ, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!