আইন-আদালতউপজেলা

ছাতকে প্রাইভেটকার ভর্তি ভারতীয় নাসির বিড়ির চালান উদ্ধার

ছাতকে প্রাইভেটকার ভর্তি ভারতীয় নাসির বিড়ির চালান উদ্ধার
পুলিশের অভিযান
ছাতক : সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে প্রাইভেটকার ভর্তি ১লাখ ৩০হাজার অবৈধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালীপুর গ্রামের মিলন মিয়ার বাড়ি থেকে প্রাইভেট কার সহ এসব অবৈধ নাসির বিড়ি উদ্ধার করেন ছাতক থানাধীন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই (নিঃ) মো. সোহেল রানা। এসময় সাথে ছিলেন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেজাউল করিম রেজা, এএসআই মো. বাচ্চু মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত নাসির বিড়ির বর্তমান বাজারমূল্য ১লাখ ৯৫ হাজার টাকা।জানা যায়, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালীপুর গ্রামে একটি প্রাইভেটকার ভর্তি অবৈধ নাসির বিড়ি বিক্রয়ের জন্য মজুদ করেছে ব্যবসায়ীরা। এমন সংবাদ পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ এলিম উল্লার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির উঠানে নাসির বিড়ি ভর্তি প্রাইভেটকার রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। পরে প্রাইভেট কারের ভেতরে থাকা ১ লাখ ৩০ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মালামাল বহনকারী প্রাইভেটকার (সিলেট-খ-১১-০০০৬) টি জব্দ করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাইভেটকারসহ ১লাখ ৩০হাজার অবৈধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করার কথা স্বীকার করে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই (নি.) মো. সোহেল রানা বলেন, প্রাইভেট কারের মালিকসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামীরা হলেন, আবিদপুর গ্রামের ফয়সল মিয়া (৩৫) ও তারিফ আলী (৩৫)। ছত্রিশ কালীপুর গ্রামের মিলন মিয়া।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!