Featuredআলোচিত খবরপৌরসভা

ছাতকে দেয়া‌লের নামে সরকা‌রি জমি দখল নিয়ে গ্রামবাসীর ম‌ধ্যে উত্তেজনা

ছাতকে দেয়া‌লের নামে সরকা‌রি জমি দখল নিয়ে গ্রামবাসীর ম‌ধ্যে উত্তেজনা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক উপজেলার পৌর শহ‌রের চ‌রেরবন্দ গ্রামে দেয়া‌লের নামে সরকারি জমি দখলের ঘটনায় গ্রামবা‌সির ম‌ধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে চ‌রেরবন্দ গ্রাম অশান্ত হয়ে উঠেছে।গ্রামবাসীর দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।


গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) গ্রামবা‌সী শাহীন আহমদ সহ ৪ শতাধিক লোকজনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দা‌য়ের করা হয়।
জানা যায়,পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মূল সড়কের পাশে মন্ডলীভোগ মৌজায় সরকারী খাঁস ভূমির ওপর একটি পাকা রাস্তা রয়েছে। রাস্তা সংলগ্ন একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী আফরোজ মিয়া ও আ‌শিক মিয়ার সরকারী রাস্তার উপর পাঁকা দেয়াল নির্মাণ করায় রাস্তাটি ছোট হ‌য়ে গে‌ছে। যে কারনে ওই মহল্লার পঞ্চায়েতের লোকজনসহ পৌর প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান ও মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয়দের যাতায়াতে ক‌র‌তে বাধা হ‌চ্ছে। এছাড়াও ছোট রাস্তার কারনে এখানকার কোন অসুস্থ রোগী নিয়ে যাতায়াত করতে পার‌ছেন না।

স্থানীয়রা জানান, এলাকায় কোন অগ্নিকান্ডের মতো দূর্ঘটনা ঘটলে এ ছোট রাস্তায় এ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ী এখা‌নে প্রবেশ করার কোন সুযোগ নেই। সরকারী ভূমি উদ্ধারসহ রাস্তা থেকে দেয়াল ভেঙ্গে মানুষ নিরাপদ করার দা‌বি ক‌রেন।
এ অবৈধ স্থাপনার বিরু‌দ্ধে গ্রামবাসী প্রতিবাদ করলে সেই চক্রটি হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রামে দুপক্ষের মধ্যে গত বুধবার সকাল থেকে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

এব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান গ্রামবাসীর লিখিত অভিযোগের ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,খাল দখলের অভিযোগটি তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!