
ছাতকে দু`ছাত্রী নদীর পানিতে ডুবে মৃত্য
ছাতকে দু`ছাত্রী নদীর পানিতে ডুবে মৃত্যু
ছাতকে বটের নদীর পানিতে নেমে গোসল করতে গিয়ে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী পানিতে ডুবে মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত সোমবার দুপুরে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউপির কৃষ্ণনগর গ্রামের নদীতে এ ঘটনা ঘটে।
উপজেলার আফজলাবাদ ইউপির কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের দু`মেয়ে নাহিদা বেগম ও সুমাইয়া বেগম।
জানা যায়,কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেনী নাহিদা বেগম ও দ্বিতীয়
শ্রেনী শিক্ষার্থী সুমাইয়া বেগম আপন দুই বোন
ইস্কুল ছুটির শেষে বাড়িতে আসে। তারা বই খাতা ঘরে রেখেই গোসলে জন্য নদীর পানিতে
দৌড়ে যান। দু বোন সাতার না জানায় একজন অপরজন জড়িয়ে ধরে নদীর পানিতে তলিয়ে যায়। নদীর ওপর থেকে আশে পাশের লোকজন এসে নদীর পানিতে ডুবিয়ে যাওয়া দু বোনকে উদ্ধার করেন গ্রামবাসি। উদ্ধার করার পর দুজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রথম শ্রেনী ছাত্রী নাহিদা বেগম ও দ্বিতীয় শ্রেনী ছাত্রী সুমাইয়া বেগমের অকাল মৃত্যুতে আশে পাশে গ্রামে ছাত্র ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দু`ছাত্রীর অকাল মৃত্যুতে শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন তালুকদার,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,সহসম্পাদক আমিনুল ইসলাম হিরন ,সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম ও প্রধান শিক্ষক মোস্তাক আহমদ,মাওলানা ফিরোজ আহমদ,বশির আহমদ,মানিক মিয়া,নুরুল হক,শিক্ষক খলিলুর রহমান,রেজ্জাদ আহমদ,আব্দুল বাসিত,জাকারিয়া,পরেশ দাস ও ব্যবসায়ি সাকিল আহমদ,উপজেলার যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান,আলী আশরাফ তাহিদ,মেম্বার জহির আহমদ,আব্দুস সাক্তার ও সফর আলী প্রমুখ।